কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাস্থলের পাশের পরিত্যক্ত একটি পুকুর থেকে র্যাব দুটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করেছে। র্যাব বলছে, সন্দেহভাজন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।র্যাব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজীব কুমার দেব বলেন, ‘আমার ধারণা করছি ওগুলো সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র।শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক হামলাস্থল পরিদর্শন করেন। পরে তিনি নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিকের বাসায় যান। তাঁর স্বজনদের সান্ত¡না জানান। এ সময় ঝর্ণা রানী ভৌমিকের স্বামী, দুই পুত্রসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিমন্ত্রী নিহত ঝর্ণার পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজোয়ান আহাম্মেদ তৌফিক এবং কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ মো. আফজাল হোসেন।
প্রতিমন্ত্রী উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক, অমানবিক ও ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা আগামীতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে জঙ্গিবাদকে মোকাবিলা করব। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। কোনো রকম জঙ্গি তৎপরতা আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ ব্যাপারে সরকার দৃঢ় অবস্থানে আছে এবং আমরা ঐক্যবদ্ধ আছি।এদিকে হামলায় নিহত পুলিশের দুই সদস্যের জানাজা গতকাল রাতে জেলার পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর পুলিশের নিহত সদস্য আনসারউল্লাহকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাটিপাড়া গ্রামে এবং জহিরুল হককে নেত্রকোনার মদন উপজেলার দৌলতপুর গ্রামে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়। আর ময়নাতদন্ত শেষে ঝর্ণা রানীর মরদেহ আজ শুক্রবার ভোররাতে দাহ করা হয়।
শোলাকিয়ায় এখনো থমথমে অবস্থা। ঘটনাস্থল আজিমউদ্দীন স্কুলের আশপাশে লোকজনের চলাচল কম। বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাব টহল দিচ্ছে। হামলাকালী সদস্যও বাড়িতে ঢুকে পড়ে আমাদের সঙ্গে মেঝেতে শুয়ে থাকে। পরে এই পুলিশরাই আবার ফিরে এসে বাবুল মামাকে (গৃহকর্তা আবদুল হান্নান বাবুল) ধরে নিয়ে যায়।বৃহস্পতিবারের ঘটনার বর্ণনা দিয়ে এভাবেই বলছিলেন আবদুল হান্নানের ভাগনি পারুল আক্তার। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের অনতিদূরে সবুজবাগ মহল্লায় আবদুল হান্নানের বাড়ি। সবুজবাগ মহল্লার অন্য বাসিন্দারাও নিজেদের বাড়ির ভেতরে শুয়ে ছিলেন। তবু শেষ রক্ষা হয়নি; বাবুলের পাশের একটি বাড়ির গৃহকর্ত্রী ঝর্ণা রানী ভৌমিক নিজের শোয়ার ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।আবদুল হান্নান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, আবদুল হান্নানের বাড়ির বাইরের সীমানাদেয়াল, বারান্দার দেয়াল, এমনকি বাসার ভেতরের ড্রয়িংরুমের দেয়ালেও গুলির অনেকগুলো চিহ্ন। বারান্দার দেয়ালের বাইরের দিক থেকে গুলি লেগে ভেতরে ড্রয়িংরুমের দেয়ালের প্লাস্টার খসে পড়েছে। গুলি লেগেছে বারান্দার সামনের গাছগুলোতেও।
ঈারুল আক্তার বলেন, ঘটনার সময় আবদুল হান্নান ও পাঁচজন নারী সদস্য বাসায় ছিলেন। অন্যরা শোলাকিয়ায় নামাজ পড়তে গিয়েছিলেন। পাশের আরেকটি মসজিদ থেকে ঈদের নামাজ পড়ে এসে আবদুল হান্নান বিছানায় শুয়ে ছিলেন। এমন সময়ই প্রথমে কিছু বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এরপর শুরু হয়ে যায় গোলাগুলি।এর মধ্যেই বাড়ির পেছন দিয়ে পাঁচ পুলিশ সদস্য বাসায় ঢুকে পড়েন। পুলিশ সদস্যরা বলছিলেন, তাঁদের গুলি শেষ হয়ে গেছে। পুলিশ সদস্যদের সঙ্গে লাল গেঞ্জি পরা এক তরুণও বাসায় ঢুকে পড়েন। বাসায় ঢুকে পুলিশ সদস্যরাই ভেতরের ঘরের মেঝেতে সবাইকে শুয়ে পড়তে বলেন। বাইরে থেকে গোলাগুলির শব্দ আসছিল। পুলিশের কথা শুনে সবাই ভেতরের ঘরের মেঝেতে শুয়ে পড়ে।পারুল বলেন, মাঝে মাঝে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। বোঝা যাচ্ছে, ভেতরের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। আমি ভয় পেয়েছিলাম, যদি কেউ বাড়িতে ঢুকে হামলা চালায়। আবার দেয়াল ফুটো হয়ে যায় নাকি তারও ভয় করছিল। আধা ঘণ্টার বেশি এভাবে চলে। এরপরে গোলাগুলি থামলে পুলিশ সদস্যরা চলে যান।
পারুল আরও বলেন, কিছুক্ষণ পরেই তাঁরা আবার হেলমেট রেখে গেছেন বলে ফিরে আসেন। তখন তাঁরা ওই লাল গেঞ্জি পরা তরুণ ও আবদুল হান্নানকে ধরে নিয়ে যান।বাড়ির সদস্যরা বলেন, লাল গেঞ্জি পরা ওই তরুণকে তাঁরা প্রথমে বাড়িতে ঢুকতে দিতে চাননি। পরে ওই তরুণ বলেন, তিনি একটি কলেজে পড়েন। এখান দিয়ে যাওয়ার সময় বিপদে পড়েছেন। আর পুলিশ সদস্যদের সঙ্গে এসেছেন বলে তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছিল। পরে সেই পুলিশ সদস্যরাই এসে ওই তরুণসহ আবদুল হান্নানকে ধরে নিয়ে যান। গোলাগুলির সময় ঘরের ভেতরেই গুলি লেগে নিহত হন পাশের ভৌমিক বাড়ির গৃহকর্ত্রী ঝর্ণা রানী ভৌমিক। ঝর্ণার দেবর উপেন্দ্রনাথ ভৌমিক বলেন,‘গোলাগুলির পরে আমরা সবাই মেঝেতে শুইয়া পড়ি। ঝর্ণা গেল পাশের ঘরে লুঙ্গি আনতে। যাইতে না-যাইতেই মাথায় গুলিডা লাগল। হেইখানেই শ্যাষ।’
কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের কাছে আজিমউদ্দীন স্কুলের আশপাশসহ হামলাস্থল ঘিরে রেখেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে হামলার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান করছে। এ ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে। গতকাল নিহত ব্যক্তিদের মধ্যে একজন হামলাকারী বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান হামলাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে একজন হামলাকারী বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। তাঁর পোশাকের মধ্যে চাপাতি-জাতীয় অস্ত্র লুকানোর বিশেষ চেম্বার ছিল। তিনি আরও বলেন, কড়া নিরাপত্তার কারণেই হামলাকারীরা শোলাকিয়ার ঈদের জামাতের মাঠে হামলা চালাতে পারেনি। বাইরেই হামলা চালিয়েছে।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেনের ভাষ্য, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন সন্দেহভাজন হামলাকারী। ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিশেষ নিরাপত্তার কারণে হামলাস্থলে এখনো পুলিশ রয়েছে। গতকালের হামলার সময় গুলিতে নিহত ঝর্ণা রানী ভৌমিকের বাড়িটিও পুলিশ ঘিরে রেখেছে।
হামলায় আহত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ১৩। তাঁরা হলেন হোসেনপুর উপজেলার হুগলাকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে হৃদয় (১৮), শহরের হারুয়া এলাকায় মাহতাব উদ্দিনের ছেলে মোতাহার (২২), টেংরা বাজারের সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুর রহিম (৪০), পুলিশ সদস্য জুয়েল (৩৫), রফিকুল (৩০), নয়ন মিয়া (৩০), তুষার আহম্মদ (৩০), প্রশান্ত (৩২), মতিউর (৩২) ও এমদাদুল হক (২৫)। বাকিদের মধ্যে দুজন পুলিশ সদস্য ও একজন পথচারী, তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঈদের দিন সকাল সাড়ে নয়টার দিকে শোলাকিয়া ঈদগাহের কাছে আজিমউদ্দীন স্কুলের কাছে টহলরত পুলিশের ওপর বিস্ফোরণ ও গুলি ছুড়ে হামলা চালানো হয়। এ সময় কয়েকজনকে চাপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখেছেন এলাকাবাসী। তারা চাপাতি দিয়ে পুলিশের ওপরও হামলা চালায়। এতে ঈদের জামাতের মাঠে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নির্বিঘেœ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদের অনুপস্থিতিতে নামাজ-খুতবা ও দোয়া শেষ করেন হাফেজ মাওলানা সোয়াইব আবদুর রউফ। হামলায় দুই পুলিশসহ চারজন নিহত হন।এদিকে, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে পুলিশ ও হামলাকারীদের গোলাগুলির মধ্যে নিহত সন্দেহভাজন যুবক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যে চার মাস ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছে পুলিশ।কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান শুক্রবার বিকালে বলেন, নিহত হামলাকারীর পরিচয় আমরা জানতে পেরেছি। তার নাম আবীর রহমান। সে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র ছিল।আবীরের বাবার নাম সিরাজুল ইসলাম, বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। ঢাকায় তাদের বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়।গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে পরিচিতজনরা তাকে শনাক্ত করেন বলে পুলিশ সুপার জানান।বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল থেকে ‘এ লেভেল’ পাশ করার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভার্তি হয় আবীর।
এদিকে, বোমা হামলায় আহত পুলিশ সদস্যদের ওপর চাপাতি নিয়েও ঝাঁপিয়ে পড়েছিল জঙ্গিরা। বোমার আঘাতে আহত হয়ে পুলিশ কনস্টেবল জহিরুল হক পাশের একটি মসজিদের বাথরুমে ঢুকে পড়লে সেখানেই তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। কিশোরগঞ্জের শোলাকিয়ায়দেশের সবচেয়ে বড় ঈদগাহের অনতিদূরেই সবুজবাগ মহল্লা। সেখানকার মুফতি মোহাম্মদ আলী মসজিদের কোনায় একদল পুলিশ সদস্য ঈদগাহমুখী মানুষকে তল্লাশির দায়িত্ব পালন করছিলেন। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ছিলেন ঘটনার অদূরেই আরেক দল পুলিশের নেতৃত্বে। তিনি বলেন, ঠিক সকাল পৌনে নয়টার দিকে পুলিশের দলটির ওপর বোমা হামলা হয়। এরপর তারা চাপাতি নিয়ে আহত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
বৃহস্পতিবার বিকেলে মুফতি মোহাম্মদ আলী মসজিদের সারবাঁধা চারটি বাথরুমের (ইউরিনাল) একটির ভেতরে দেখা যায় ছোপ ছোপ কালচে রক্ত। গ্রিলের দরজাও রক্তাক্ত। সদ্য রং করা সাদা দেয়ালেও লেগেছে রক্তের ফিনকি। ওই বাথরুমের পাশেই দাঁড়িয়ে ছিলেন কিশোরগঞ্জ জেলা সিআইডির এক কর্মকর্তা। তিনি জানালেন, ঢাকা থেকে রওনা হওয়া সিআইডির ‘ক্রাইমসিন ভ্যানে’র অপেক্ষায় তিনি দাঁড়িয়ে আছেন। ক্রাইমসিন ভ্যান এলে তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করবেন। যদিও তখন ঘটনা ঘটার সাত ঘণ্টা পেরিয়ে গেছে। সিআইডির ওই কর্মকর্তা বলেন, সাত-আটজনের পুলিশ দলটি অতর্কিত বোমা হামলায় আহত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। প্রাণ বাঁচাতে জহিরুল একটি বাথরুমে গিয়ে ঢোকেন। কিন্তু তিনি দরজাটি ভেতর থেকে বন্ধ করার আগেই এক জঙ্গি তাঁকে ধাওয়া করে সেখানে গিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।