ঈদে কঠোর নিরাপত্তার চাদরে মোড়া বিনোদন কেন্দ্রগুলো

0
296

02-07-16-Shootings Blasts At Gulshan Restaurant-102

ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবারও রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোখোলা থাকছে।বিগত বছরের মতো এবারও বিনোদনকেন্দ্রগুলোতে থাকবে আনন্দপিপাসু মানুষের বিচরণ।সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রগুলো ছাড়াও উদ্যান,ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, হাতিরঝিলসহ সারা ঢাকায় পড়বে ঈদের আনন্দে বেড়ানোর হিড়িক। ঈদ সামনে রেখে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো বরাবরের মতোই বাহারি সাজে সেজে উঠেছে; কিন্তু গুলশানের জঙ্গি হামলার প্রেক্ষাপটে নিরাপত্তার কড়াকড়িতে উৎসবের আয়োজনে পড়েছে উদ্বেগের ছায়া।নিরাপত্তার কঠিন বলয়ের মধ্যেই বিনোদন কেন্দ্রগুলো নানা আয়োজনের পসরা সাজিয়েছে। বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রে এখন সাজসাজ রব।ঈদ উপলক্ষে ঢাকা চিড়িয়াখানার ভেতরের রাস্তায় সংস্কার চলছে। ঈদের দিন সকাল ৮টা থেকেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে চিড়িয়াখানার ফটক।গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিনোদনকেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ চলছে। ঢাকা চিড়িয়াখানায় ভেতরের রাস্তায় সংস্কার চলছে। অন্য জায়গাগুলোতে ছোটখাটো সংস্কারসহ ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পাশাপাশি থাকবে বিশেষ নিরাপত্তা।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান জানান, ঈদের দিন থেকে পাঁচ দিন সকাল ১০টায় শিশুপার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। বন্ধ হবে রাত আটটায়। পার্কের পুরোনো প্রায় সব রাইডের সংস্কার করা হয়েছে। পাশাপাশি এবার শিশুপার্কের ভেতরে বেসরকারি উদ্যোগে বসানো হচ্ছে ম্যাজিক বোর্ড, সাম্পানসহ বেশ কিছু নতুন রাইড।

শাহবাগের জাতীয় জাদুঘর অবশ্য ঈদের দিন খোলা থাকছে না। জাতীয় জাদুঘর ও এর অধীন সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে ঈদের পরের দুই দিন বিনা মূল্যে দেখানো হবে দুটি চলচ্চিত্র। প্রথম দিন বেলা আড়াইটা ও পরদিন বিকেল পাঁচটায় চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে জাতীয় জাদুঘর শিশুদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করবে।ঢাকার মিরপুরে চিড়িয়াখানা ভ্রমণ সব বয়সের মানুষকে দিতে পারে ঈদের বাড়তি আনন্দ। ঈদের দিন সকাল আটটা থেকেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে চিড়িয়াখানার দুয়ার। বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের ঈদের আনন্দ শান্তিপূর্ণ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এখানকার কিউরেটর নজরুল ইসলাম জানান, প্রতিবছরই সকাল আটটার মধ্যে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এবারও সকাল থেকেই শুরু হবে দর্শনার্থীদের আগমন। তিনি জানালেন, ঈদের দিন চিড়িয়াখানার ভেতরে চালু হচ্ছে পর্যটন করপোরেশনের উদ্যোগে একটি ক্যানটিন।ঢাকার অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম বিনোদনপিপাসুদের একটি পছন্দের জায়গা। ঈদের দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এই বিনোদনকেন্দ্রটি। ঈদ উপলক্ষে ১০ দিনের এই বিশেষ সময়সূচি নিয়েছে তারা। আর ১৫ জুলাই থাকছে ঈদ কনসার্ট।

বিনোদনের খোঁজে আশুলিয়ার নন্দন পার্কেও প্রায়ই ছুটে যান রাজধানীর মানুষ। নন্দন পার্কে থাকছে চার দিনের বিশেষ আয়োজন। ঈদের দিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে নন্দন পার্ক। এ ছাড়া ঈদের পর চার দিন বিকেলে থাকবে জমজমাট সাংস্কৃতিক আয়োজন।ঈদের দিন পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত বলধা গার্ডেন, কোতোয়ালি এলাকার আহসান মঞ্জিল, সায়েদাবাদ এলাকার ওয়ান্ডার ল্যান্ড খোলা থাকবে। এ ছাড়া পুরান ঢাকার চকবাজার, ইংলিশ রোড, ধোলাইখাল, গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ, যাত্রাবাড়ী, বাসাবো এলাকায় স্থানীয়ভাবে ঈদমেলার আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল থেকে শুরু হবে এসব মেলা।সরগরম ফিল্ম ইন্ডাস্ট্রি: ঈদ সামনে রেখে এখন সরগরম ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি। কাকরাইলের সিনেপাড়াসহ ঈদে মুক্তিপ্রাপ্ত চার ছবির প্রযোজনা প্রতিষ্ঠানগুলোয় ছিল প্রচ- ব্যস্ততা। বুকিং এজেন্টরা ব্যস্ত ছবির বুকিং নিয়ে। প্রেক্ষাগৃহের প্রদর্শক কিংবা তাঁদের কর্মীরা নিজ নিজ সিনেমা হলে দর্শক টানতে ছবির পোস্টার সংগ্রহ করছেন।

ঈদের ছবি নিয়ে কথা হয় চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীনের সঙ্গে। আলাউদ্দীন বলেন, ‘সব সময়ই ঈদের বিনোদনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে সিনেমা দেখা। এবারের ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে চারটি ছবিÑস¤্রাট, বাদশা, শিকারি ও রানা পাগলা দি মেন্টাল। চারটি ছবির মধ্যেই রয়েছে বিনোদনের খোরাক। তাই আশা করছি, দর্শকেরা প্রেক্ষাগৃহে যাবেন এবং প্রতিটি ছবিই লগ্নিকৃত অর্থ উঠিয়ে মুনাফার মুখ দেখবে।ঈদের বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের ঈদ আনন্দ ‘শান্তিপূর্ণ’ করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ নিয়েছে বলে জানালেন কিউরেটর নজরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,এবারও সকাল থেকে শুরু হবে দর্শনার্থীদের আগমন। শান্তিপূর্ণভাবে তাদের বেড়ানো নিশ্চিত করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখছে।কিউরেটর জানান, এবার ঈদের দিন চিড়িয়াখানার ভেতরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে একটি ক্যান্টিন খোলা থাকবে।ঈদ উপলক্ষে শিশু-কিশোরদের ঢল নামবে শাহবাগের শিশুপার্ক, জাতীয় জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে।শাহবাগ শিশুপার্কের দায়িত্বরত কর্মকর্তা ঢাকা সাউথ দক্ষিণ করপোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান বলেন, প্রতি বছরই আমরা যারা শিশুপার্কের কর্মী, তারা নিজেদের ঈদ উদযাপন বাদ দিয়ে শিশুপার্ক পরিচালনা করি। নিজেদের আনন্দ-বিনোদন ভুলে প্রতি বছরই খুব কষ্ট করতে হয়। শিশুপার্কে আসা শিশুরা যাতে আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য আপ্রাণ চেষ্টা করি।গুলশানে জঙ্গি হামলার পর এবার শিশুপার্কের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানালেন তিনি।নূরুজ্জামান বলেন, নিরাপত্তার জন্য শাহবাগ থানার পাশাপাশি র্যা বের সহায়তা চাওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে শাহবাগের শিশুপার্ক ঈদের দিন থেকে পাঁচ দিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।বাংলাদেশ জাতীয় জাদুঘর ও স্বাধীনতা জাদুঘর-এ এবারের ঈদ আয়োজন শুরু হবে ঈদের পরের দিন থেকে।এ দুই জায়গাতেই শিশুদের আনন্দ বিনোদনের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।পাশাপাশি ঈদের পরের দুই দিন বিনামূল্যে দেখানো হবে দুটি চলচ্চিত্র।জাতীয় জাদুঘরের শিক্ষা কর্মকর্তা সাইদ সামসুল করিম জানান, ‘দিপু নাম্বার টু’ ও ‘নয় নাম্বার বিপদ সংকেত’ চলচ্চিত্র দুটি জাতীয় জাদুঘর ও স্বাধীনতা জাদুঘরে দেখানোর ব্যবস্থা করেছেন তারা।

ঈদের পরের দুই দিন বেলা আড়াইটা ও বিকাল ৫টায় সিনেমা দুটি দেখানো হবে।শাহবাগের শিশুপার্কের মতো রাজধানীর শ্যামলীর শিশুমেলাও ঈদের সময় মুখরিত হয় শিশুদের কলকাকলীতে।

ঢাকার অদূরে বাইপাইলে ফ্যান্টাসি কিংডম বিনোদন পিপাসুদের অন্যতম পছন্দের স্থান। ঈদের দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ফ্যান্টাসি কিংডম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।ঈদ উপলক্ষে দশ দিনের এই বিশেষ সময়সূচি গ্রহণ করেছে ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ। সেই সঙ্গে খরচও বেড়েছে। প্রবেশ মূল্য ৩৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা।এছাড়া ১৫ জুলাই ফ্যান্টাসি কিংডমে থাকছে ঈদ কনসার্ট।রাজধানীর মানুষ বিনোদনের খোঁজে নন্দন পার্কেও ছুটে যায়। ঈদ উপলক্ষে নন্দন পার্কে রয়েছে চার দিনের বিশেষ আয়োজন। ঈদের দিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন পার্ক খোলা থাকবে।

নন্দন পার্কের প্রধান প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, এবার ঈদে নিরাপত্তার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি ঢাকা জেলা ও গাজীপুর জেলা পুলিশের সহায়তা চেয়েছি আমরা। দর্শনার্থীদের তল্লাশি করে তবেই প্রবেশ করতে দেওয়া হবে।দর্শনার্থীর উপস্থিতি ‘আশাব্যঞ্জক না হলে’ সন্ধ্যার পর পার্ক বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।পার্কের প্রধান বিপণন কর্মকর্তা জুবায়েদ আল হাফিজ জানান, ড্রাই পার্ক ও ওয়াটার ওয়ার্ল্ডের সবগুলো রাইড আগের মতোই থাকছে। ঈদ উপলক্ষে সুপার সেভার প্যাকেজে থাকছে বিশেষ ছাড়।সিলেট থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকায় আসা বাসাবোর রুখসানা জানান, স্বামী-সন্তানকে নিয়ে ঈদের পরদিন যমুনা ফিউচার পার্কে যাবেন বলে ভেবেছিলেন, কিন্তু গুলশানের ঘটনার পর সে সিদ্ধান্ত বদলেছেন। জনমনে এ ধরনের আশঙ্কার কারণে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষও নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে। ঈদের দিন সকাল ১১টা থেকে রাত ১১টা খোলা থাকবে যমুনা ফিউচার পার্ক।

পার্কের বিক্রয় ও বিপণণ ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, গুজবে আমরা ভড়কে যাইনি। তবু দর্শনার্থীদের স্বার্থে আমরা নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি রাখতে চাই না। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদেরও পাঠানো হয়েছে। আমাদের এক হাজার নিরাপত্তাকর্মী ঈদের সময় তৎপর থাকবে।পার্কের বালকবা­স্টার সিনেমাস, কার্নিভাল, ফিউচার ওয়ার্ল্ডের রাইডগুলো আগের মতোই চালু থাকছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here