ডিবির এসি ও বনানীর ওসি নিহত

0
228
01-07-16-Shootings Blasts At Gulshan Restaurant-63
রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউলও মারা গেছেন। একই ঘটনায় এর আগে মৃত্যু হয় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন। ডিবি পুলিশের (ডিসি-নর্থ) নাজমুল আলম  বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও ১৫-২০জন আহত রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here