রাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিজানে জঙ্গি হামলা ও দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি ঘটনার পরিস্থিতি প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে অবহিত হচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই ব্যস্ত আছি। এর বেশি কিছু এখন বলতে পারবো না, বিস্তারিত পরে জানাবো। আমার নিজেকেও সার্বক্ষণিক খবর রাখতে হচ্ছে। গুলশানের জিম্মি পরিস্থিতি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তদারক করা হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, জিম্মিকারীদের সঙ্গে যোগাযোগ করে তাদের দাবি দাওয়া জানার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মাধ্যমে জিম্মিদের উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।