রাশিয়ার দমকল বাহিনীর একটি বিমান শুক্রবার ১০ আরোহীসহ নিখোঁজ হয়েছে। বিমানটি সাইবেরিয়ায় দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ স্থানীয় সময় ০৬৩০ (গ্রিনিচ মান সময় ০৩৩০) টায় জরুরি সংস্থার একটি ইল-৭৬ বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।বিবৃতিতে আরো বলা হয়, বিমানটিতে ১০ জন ক্রুর একটি দল ছিল।বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় ৫টি বিমান ও দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। মস্কোর নিকটবর্তী এলাকা থেকে ১০০ উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।বার্তা সংস্থা এএফপি’একথা জনায়।রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইতার তাস জানায়, বিমানটি গ্রিনিচ মান সময় ০২৩০ টায় উড্ডয়ন করে রিকুতস্ক অঞ্চলের ৩ হাজার মিটার (১০ হাজার ফুট) উঁচু দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়।