শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর

0
232

শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর

আগামী ২ জুলাই শনিবার দিবাগত রাতে পবিত্র শবেকদর। এই রাত হাজার রাতের চেয়েও পূণ্যময় রাত।শনিবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র শবে কদর উদযাপিত হবে।

পবিত্র শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শনিবার দুপুর ২টায় (বাদ জোহর) ‘পবিত্র শবেকদরের গুরুত্ব ও তাৎপর্য’ শিরোনামে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ করবেন ঢাকার মদীনাতুল উলুম কালিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আবদুর রাজ্জাক।এছাড়া একই দিনে তারাবিহ নামাজের পর রাত ১০টা ৪৫ মিনিটে ‘পবিত্র শবেকদরের ফজিলত ও করণীয়’ শিরোনামে ওয়াজ, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। এদিকে, শুক্রবার পবিত্র জুমাতুল বিদা।রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালিত হয়।

রমজান মাস জুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে সকল মসজিদে জুমার নামাজ আদায় করবেন।রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদার নামাজে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করবেন।দেশের সকল মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here