ঋণে অনিয়ম: অগ্রণীর ব্যাংকের এমডিকে অপসারণ

0
0

অগ্রণীর ব্যাংকের এমডিকে অপসারণ

ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার অভিযোগে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এক চিঠিতে এমডিকে অপসারণের নির্দেশ দেওয়া হয়।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে এ তথ্য।

অপসারণের বিষয়টি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের এক মহাব্যবস্থাপক স্বাক্ষরিত চিঠি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।মেয়াদের শেষ সময়ে এমডিকে অপসারণের বিষয়ে গতকাল বুধবার বিকেলে অনুমোদন দেন গভর্নর। এর আগে ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার ব্যাপারে শুনানি শেষে তাঁকে অপসারণের সুপারিশ করে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি। এমডি হিসেবে তাঁর মেয়াদ ছিল আগামী ১০ জুলাই পর্যন্ত।

জানা গেছে, ২০১১ সালে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রধান শাখা থেকে তানাকা ট্রেডকম ইন্টারন্যাশনালকে ১২০ কোটি টাকার ঋণসুবিধা দেয়। পর্ষদের অনুমোদন ছাড়াই এমডি নিজে জামানত পরিবর্তন করে দেন। যদিও এ ক্ষমতা তাঁর ছিল না। এরপর ২০১৫ সালে ১১ কোটি টাকা ঋণ নবায়ন করে দেন এমডি, পাশাপাশি ৪৬ কোটি টাকা ঋণখেলাপি হওয়ার পরও নিয়মিত দেখানো হয়। ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা, ২০১৩ লঙ্ঘন করে ২০০ কোটি টাকা ঋণপত্র সীমা দুবার নবায়ন করেন এমডি। এ ছাড়া সানমুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান মিজান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ দিয়ে ব্যাংককে ঝুঁকিতে ফেলেছেন। এমন কয়েকটি অনিয়মের কারণেই তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।শুরুতে এমডি সৈয়দ আবদুল হামিদের বিরুদ্ধে ৯০৬ কোটি টাকা অনিয়মের অভিযোগ আনা হলেও পরে ৭৯২ কোটি টাকা অনিয়মের জন্য অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ৪৩৫ কোটি টাকা ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। শুনানি শেষে ২১ জুন স্থায়ী কমিটি তাঁকে অপসারণে গভর্নরের কাছে সুপারিশ জমা দেয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকে পাঠানো হয়।অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, এমডিকে অপসারণ সংক্রান্ত চিঠি পেয়েছি। ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়েছে।

৭৯২ কোটি টাকা ঋণ বিতরণে অনিয়ম পাওয়ায় বাংলাদেশ ব্যাংক এমডি হামিদকে অপসারণের নির্দেশনা দেয় বলে জায়েদ বখত জানান।বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি এ বিষয়ে সুপারিশ করলে গভর্নর ফজলে করিব বুধবার বিকালে অপসারণের ফাইল অনুমোদন করেন। এরপর বৃহস্পতিবার সকালে চিঠি যায় অগ্রণী ব্যাংকে।

মুন গ্র“পের ঋণ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এর আগে গত জানুয়ারিতে অগ্রণীর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তখন মিজানুরকে ব্যাংকের নিয়মিত কাজের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২০১১ সালে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই এমডি নিজে তানাকা ট্রেডকম ইন্টারন্যাশনালের ১২০ কোটি টাকা ঋণের জামানত পরিবর্তন করে দেন। ২০১৫ সালে ওই কোম্পানিকে ১১ কোটি টাকা ঋণ নবায়ন করে দেন এমডি। ৪৬ কোটি টাকা ঋণখেলাপি হওয়ার পরও তা নিয়মিত দেখানো হয়।ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে ২০০ কোটি টাকা ঋণপত্র সীমা দুই বার নবায়ন করেন এমডি। সানমুন গ্র“পের মালিক মিজানুর রহমান মিজান ও তার বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ দিয়ে ব্যাংককে ঝুঁকিতে ফেলেন।

এসব অনিয়মের অভিযোগে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কেন এমডিকে অপসারণ করা হবে না- তা জানতে চেয়ে নোটিশ দিয়েছিল ব্যাংলাদেশ ব্যাংক।পরে তিনি যে জবাব দেন তাতে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি সন্তুষ্ট হতে না পারায় চলতি মাসে শুনানি শুরু হয়।গত বছর ২১ জুলাই এমডি পদে আবদুল হামিদের মেয়াদ এক বছর বাড়িয়ে আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের আপত্তির পরও অর্থ মন্ত্রণালয় সে সময় তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছিল।বর্ধিত ওই সময় অনুযায়ী ১০ জুলাই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আবদুল হামিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here