বৈশ্বিক রাজনীতির কারণে দেশের পোশাক খাত চ্যালেঞ্জের মুখে

0
0

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বৈশ্বিক রাজনীতির কারণে তৈরি পোশাক খাত এখন চ্যালেঞ্জের মুখোমুখি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।তিনি বলেন, ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় বাংলাদেশের তৈরি পোশাক খাত নানা প্রতিকূলতার সম্মুখীন। এ খাতকে বাঁচাতে সহযোগিতা (ইনসেনটিভ) দিতে হবে। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ কোথায় ছিল, আজ কোথায়? স্বাধীনতার পর ৭শ’ ৩৪ কোটি টাকার বাজেট এখন ৩ লাখ ৪০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। সাড়ে ৭ কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি ছিল, এখন ১৬ কোটি মানুষের দেশে খাদ্য উদ্বৃত। খাদ্য এখন রফতানি করা হচ্ছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সব সূচকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল এখন স্বপ্ন নয়, বাস্তব। নিজের যোগ্যতায় প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বিশ্বে খ্যাতিমান নেতায় পরিণত হয়েছেন।বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, প্রত্যেক দিন ইফতার পার্টিতে অশোভনীয়, অমার্জনীয় বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া। তার বক্তব্যেই প্রমাণ হয়েছে বিএনপি নেত্রী এখন হতাশ।তিনি বলেন, ষড়যন্ত্র চলছে, চলবে। প্রধানমন্ত্রী দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন। কোনোকিছুই তার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেতিনি বলেন, ২১ আগস্টসহ বারবার বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে কেউ সফল হয়নি। বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলছেন। এ কাজে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।তিনি বলেন, দক্ষতার সাথে দেশ পরিচালনার মাধ্যমে তিনি বিশ্বে বাংলাদেশের অবস্থান মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৫২ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে মন্ত্রীদের জন্য প্রশ্ন-জিজ্ঞাসা-উত্তর টেবিলে উপস্থাপন শেষে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।

গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন।২০১৬-১৭ অর্থবছরের বাজেট আলোচনার ১৭তম দিনে আজ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, চিফ হুইপ আ, স, ম ফিরোজ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, সরকারি দলের ডা. আ ফ ম রুহুল হক, শওকত আলী, নুরুল মজিদ হুমায়ুন, জাহাঙ্গীর কবির নানক, বেগম লায়লা আরজুমান বানু, জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদ, ইয়াহ্ইয়া চৌধুরী, জাসদের রেজাউল করিম তানসেন, বিএনএফ-এর এস এম আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র সদস্য ছলিম উদ্দিন তরফদার অংশ নেন।আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গঙ্গার পানির ন্যায্য হিৎসা, পার্বত্য শান্তি চুক্তি, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন, সাড়ে ৮ হাজার কোটি টাকায় কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেলসহ বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

তোফায়েল আহমেদ বলেন, ১৯৭২-৭৩ সালে বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা আর ২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। ১৯৭২-৭৩ সালে রপ্তানী আয় ছিল ৩৪৮ মিলিয়ন ডলার এবার তা হবে ৩৪ বিলিয়ন ডলার। ১৯৭২-৭৩ সালে দেশে মানুষ ছিল সাড়ে ৭ কোটি। তখনও দেশে খাদ্য ঘাটতি ছিল। অথচ এখন দেশে জনসংখ্যা ১৬ কোটির উপরে হলেও দেশে কোন খাদ্য ঘাটতি নেই। এবার দেশে খাদ্য উৎপাদন হয়েছে ৩ কোটি ৮৪ লাখ মেট্রিক টন। স্বাধীনতার পর দেশে কোন রিজার্ভ ছিল না। এখন রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার।ইফতার পার্টিতে বেগম খালেদা জিয়া অমার্জনীয় ও অশুভনীয় বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন,খালেদা জিয়া রাজাকারদের পুনর্বাসন করেছেন। অপর দিকে মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছেন।এ প্রসঙ্গে তিনি বলেন, ২০০২ সালে আমাকে কাশিমপুর কারাগার থেকে হাতকড়া পড়িয়ে যশোর নিয়ে যাওয়া হয়েছিল। অথচ ফেরীতে উঠার সময় দেখলাম আমার হাতে হাত করা আর মুজাহিদের গাড়িতে পতাকা উড়ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশেরই নেত্রী নয়, তিনি বিশ্বে একজন খ্যাতিমান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জি ৭ সম্মেলনে যোগদান এবং সৌদি আরবে সফল সফরের পর তিনি তার নিজের নেতৃত্ব আরো উচ্চতায় নিয়ে গেছেন।তৈরী পোষাক রপ্তানীতে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানীকারক দেশ উল্লেখ করে তিনি রপ্তানী পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহারের প্রস্তাব করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, চানখারপুলে আন্তর্জাতিক মানের একটি বার্ণ ও প্লাস্টিক ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। ওই ইনস্টিটিউটের নাম হবে শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক ইনস্টিটিউট। সেখানে বার্ণ রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি এই রোগ নিয়ে গবেষণা করা হবে।

তিনি বলেন, ২০১৫ সালে লাগাতার অবরোধের নামে বিএনপি-জামাত শতশত মানুষকে আগুণে পুড়িয়েছে। শেখ হাসিনা সেইসব পোড়া মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তখন সরকার এসব রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে।

নাসিম বলেন, টাঙ্গাইলের কালিহাতি, মাধবপুর ও ঘাটাইল উপজেলায় ১ লাখ মানুষকে হেলথ কার্ড প্রদান করা হয়েছে। এসব হেলথ কার্ডের নাম হলো শেখ হাসিনা হেলথ কার্ড। এই হেলথ কার্ডের আওতায় দরিদ্র মানুষকে ৪০ ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।তিনি বলেন, ৩৪তম বিসিএসের মাধ্যমে আড়াইশ’ ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, তাদের এনসথেসিয়ার ওপর ৬ মাসের প্রশিক্ষণ নিতে বলা হয়েছে।তিনি সম্পদশালীদের স্বাস্থ্য সেবায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সীমিত সম্পদ দিয়ে দেশের এতো মানুষের সেবা দেয়া সম্ভব নয়। তাই যার যার এলাকার স্বাস্থ্য সেবায় সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে আসতে হবে।

সরকার জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার সাথে দায়িত্ব পালন করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যখন এই সরকার দায়িত্ব গ্রহণ করে তখন দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আলোকিত হয়েছে। এখন দেশে আর হরতাল হয় না। কারণ দেশের মানুষ আর হরতাল সমর্থন করে না। জনগণ জানে উন্নয়নের বিকল্প উন্নয়ন। বোমা মেরে, আগুণ দিয়ে মানুষ পুড়িয়ে সরকার পতন করা যাবে না। সরকার পতন করতে হলে ভোটের মাধ্যমে করতে হবে।আওয়ামী লীগে জঙ্গি আছে খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, দেশে যদিএকটিও জঙ্গি থাকে তাহলে সে হলো খালেদা জিয়া। খালেদা জিয়া একজন বড় জঙ্গি। তিনিই জঙ্গিদের পৃষ্টপোষক ও মদদদাতা।

খালেদা জিয়া হতাশায় ভোগছেন উল্লেখ করে তিনি বলেন, হতাশা থেকে খালেদা জিয়া আবল-তাবল বলছেন। বেগম জিয়ার বদ দোয়ায় কিছুই হবে না। শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।তিনি বলেন, দেশের মানুষ দেখেছে মাদারীপুরের জনগণ একজন জঙ্গিকে ধরে পুলিশে দিয়েছে। ওই জঙ্গি নিজে বলেছে, সে শিবির কর্মী।তিনি বলেন, অনেকে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার কথা বলেন। কিন্তু যারা ইনডেমনিটি অধ্যাদেশ করে হত্যার বিচার রহিত করে। যারা হত্যা ও খুনের রাজনীতি করে তাদের সাথে কোন সংলাপ বা সমঝোতা হতে পারে না।জণপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটি দ্রুত, দক্ষ ও সৎভাবে কাজ করার ক্ষেত্রে একটি মডেল মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৭ বছরে জনপ্রশাসন তথা সরকারি কর্মকর্তা কর্মচারিদের জন্য বহুবিদ কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করেছে। সরকারী গণকর্মচারি এবং মুক্তিযোদ্ধা কর্মচারিদের চাকুরির বয়স বৃদ্ধি, মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের পাশাপাশি তাদের পুত্র কন্যাদের ৩০ শতাংশ কোটার আওতায় এনেছে। নবম ও দশম গ্রেডে চাকুরির ক্ষেত্রে প্রতিবন্ধি ব্যক্তিদের চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে ৫ লাখ ৫০ হাজার ৬৯০টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ৫টি বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৭ হাজার ৮৬০ জন কর্মকর্তা নিয়োগ প্রদান এবং আরো ৩টি বিসিএস’র মাধ্যমে ৫ হাজার ৯০৪ জন কর্মকর্তা নিয়োগের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here