গাজীপুরে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও জাল টাকা উদ্ধার ॥ গ্রেফতার-৪

0
0

Gazipur-(2)- 28 June 2016-Arrest With Yaba & Fake Taka-2

গাজীপুরে একটি পিকআপ ভ্যান থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এসময় সহোদর দুই ভাইসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- যশোরের শার্শা থানার কেরালখালী গ্রামের মো. সায়েদ আলীর ছেলে মো. লিটন হোসেন (২৯), তার ছোট ভাই টিটিন (২৩) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার কোনাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে আমির হোসেন (২৭)। এদিকে দুইলাখ টাকার জাল নোটসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা ইয়াবার এ বিশাল চালান গাজীপুরে নিয়ে আসছিল-এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গাজীপুরের মীরের বাজার এলাকার ধীরাশ্রম সড়কে অভিযান চালায়। এসময় তল্লাশী চালিয়ে পুলিশ পান বোঝাই একটি পিকআপ থেকে বিশেষ কায়দায় নীল রংয়ের প্যাকেটের ভেতর রাখা এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও তিনজনকে আটক করে। ওই ইয়াবার প্যাকেটগুলো চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাকের মধ্যে পান ভর্তি একটি খাঁচায় বিশেষ কায়দায় রক্ষিত ছিল। মঙ্গলবার এগুলো গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস সড়ক মোড়ে ট্রাক থেকে নামানোর পর অপর একটি ছোট পিকআপ ভানযোগে ওই পানের খাঁচাটি পাচার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। এছাড়াও গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় একই দিন দুপুরে অভিযান চালিয়ে পুলিশ প্রায় দুই লাখ টাকা মূল্যের একহাজার ও ৫’শ টাকার জাল নোটসহ এক ব্যাক্তিকে আটক করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ। আটককৃতের নাম ফরিদ হোসেন (৩৫)। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকায়।

এদিকে, গাজীপুর পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মমিনুল ইসলাম জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ ১১ জনকে আটক করেছে। সাজাপ্রাপ্ত আসামির নাম মোঃ সামসু (৩২)। তিনি গাজীপুরের কাপাসিয়া থানার কুশদী গ্রামের মৃত সালামত ওরফে ছেলুর ছেলে। এছাড়াও একইদিন আরো ৩৬২ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল ও ১০০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here