রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু করতে যাচ্ছে রোসাটম

0
0

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু করতে যাচ্ছে রোসাটমবাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেতে যাচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রোসাটম। এর জন্য প্রয়োজনীয় অনুমোদন (লাইসেন্স) পেয়েছে প্রতিষ্ঠানটি। আজ সোমবার রাশিয়ার সংবাদমাধ্যম নেফতেগ্যাজ এই খবর দিয়েছে। পাবনার রূপপুরে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যাপারে গত বছরের ডিসেম্বরে একটি চুক্তি সই করেছিল বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার রোসাটম। সেই চুক্তি কার্যকর হওয়ার একটা আবশ্যকীয় শর্ত ছিল এই লাইসেন্স গ্রহণ। ২০১৭ সাল থেকে শুরু হবে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ।

প্রাথমিক তথ্যউপাত্ত অনুযায়ী, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু হওয়ার কথা ২০২২ ও ২০২৩ সালে। ২০১১ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যাপারে দ্বিপক্ষীয় একটি চুক্তি সই করেছিল বাংলাদেশ ও রাশিয়ার সরকার। চুক্তি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের নকশা প্রস্তুত, যন্ত্রাংশ ও পারমাণবিক জ্বালানি সরবরাহ করার কথা রাশিয়ার। ২৪০০ মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। প্রকল্প ব্যয়ের ৯০ ভাগ অর্থ বাংলাদেশকে ঋণ হিসেবে দেবে রাশিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here