নারী সার্জেন্টদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন-ডিএমপি কমিশনার

0
0

24আজ ২৭ জুন ২০১৬ বেলা ১০.০০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, বিপিএম, পিপিএম ডিএমপিতে যোগদানকৃত ২৩ জন নারী সার্জেন্টদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাদের প্রত্যেকের হাতে ঈদ সম্মানী প্রদান করেন। ডিএমপি’র ট্রাফিক ব্যবস্থাপনায় নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন-পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রেই নারীরা ট্রাফিক সেবায় নিয়োজিত থেকে জনসেবা করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে বদলীকৃত নারী সহকারী পুলিশ কমিশনারগণ ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত থেকে অনেক ভাল করছে।পাশাপাশি নারী সার্জেন্টরাও ট্রাফিক ব্যবস্থাপনায় ভালো ভূমিকা রাখছে। তিনি আরো বলেন- পুরুষ সার্জেন্ট এর যে ক্ষমতা নারী সার্জেন্টদেরও একই ক্ষমতা। সুতরাং হীনমন্যতায় না ভোগে পেশাদারিত্বের মনমানসিকতা নিয়ে কাজ করলে নারী সার্জেন্টরাও এই পেশায় সফলতা দেখাতে পারবে।

তিনি আরো বলেন- ডিএমপি’র এই ২৩ জন নারী সার্জেন্টগণ হলো ‘নারী সার্জেন্ট এর অগ্রদূত’। কারণ এই নারী সার্জেন্টগণ এই পেশায় সফলতা দেখালে পরবর্তীতে অন্যান্য নারীরাও এই পেশায় যোগদান করবে।
সম্মানীভাতা প্রাপ্ত নারী সার্জেন্টরা হলো- ১। কাজল রেখা, ২।পান্না আক্তার, ৩। তানজিলা খাতুন, ৪। হৈমন্তী সরকার, ৫। জেসিকা আক্তার, ৬। শিল্পী আক্তার, ৭। হাসিনা খাতুন, ৮। রেহেনা পারভীন, ৯। মোছাঃ মহসিনা খাতুন, ১০। লিমা চিসিমা, ১১।কাজল রেখা , ১২। শারমিন আক্তার জাহান, ১৩। হেপী বেগম, ১৪। রাবেয়া আখতার, ১৫। মৌসুমী আক্তা, ১৬। মোর্শেদা, ১৭। জিন্নাত রেহানা, ১৮। রোজী আক্তার, ১৯। শাহানা আক্তার, ২০। ময়না খাতুন, ২১। ময়না খাতুন, ২২। নাজিয়া আফরিন, ২৩।ইসমত তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here