ঈদের আগেই খুলছে ঢাকা-চট্টগ্রাম ৪লেনের মহাসড়ক: কাদের

0
0

আগামী মাসে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন-কাদেরঈদের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন চালু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারীতে এই প্রকল্পের কাজ পরিদর্শসনকালে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ জুলাই এই চার লেন মহাসড়কের উদ্বোধন করবেন।

তিনি বলেন, দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৩টি ব্রিজ, ২৪৩টি কালভার্ট ও ১৪টি বাইপাসসহ আনুষাঙ্গিক কাজ শেষ হয়েছে। এখন ঢাকা-চট্টগ্রামের পথ সাড়ে চার ঘণ্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ জুলাই বহু প্রত্যাশিত এই চার লেইন মহাসড়কের উদ্বোধন করবেন বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। সোমবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারীতে এ প্রকল্পের কাজ দেখতে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ২ তারিখে ইনশাল্লাহ ঢাকা-চট্টগ্রম মহাসড়কের শুভ উদ্বোধন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আমরা দেশবাসীর উদ্দেশ্যে এ নিবেদন করছি।

দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৩টি ব্রিজ, ২৪৩টি কালভার্ট ও ১৪টি বাইপাসসহ আনুষাঙ্গিক কাজ শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন ঢাকা-চট্টগ্রামের পথ সাড়ে চার ঘণ্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন। ঢাকা-চট্টগ্রাম চার লেইনের পাশাপাশি ময়মনসিংহ-জয়দেবপুর চার লেইনের সড়কও একই সময়ে উদ্বোধন করা হবে বলে জানান কাদের।তিনি বলেন, এরপর আগামী বছরের শেষ ভাগ থেকে ঢাকা-চট্টগ্রাম ২২৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তুতি পর্ব শুরু করব।২০০৫ সালের ২৬ ডিসেম্বর একনেক সভার চূড়ান্ত অনুমোদন পাওয়া এ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০০৬ সালের জানুয়ারিতে। ২০১২ সালের জুন মাসে চার লেইনে গাড়ি ছোটার কথা থাকলেও তা আর হয়নি। এরপর প্রকল্পের মেয়াদ বেড়েছে তিন দফা। সর্বশেষ গত ফেব্র“য়ারিতে তৃতীয় দফা সংশোধনে মেয়াদ বাড়িয়ে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়। ব্যয় বেড়ে হয় প্রায় ৩ হাজার ৮১৭ কোটি টাকা, যার মধ্যে প্রায় ৬২৭ কোটি টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here