আর্জেন্টিনার অধিনায়ক লিয়নেল মেসির ফ্যাক্টফাইল

0
0

লিয়নেল মেসি
কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে হতাশ আর্জেন্টিনার অধিনায়ক লিয়নেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। রেকর্ড পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর জয় করা বার্সেলোনা ও আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের কোটি ভক্ত-সমর্থক আকস্মিক এই ঘোষণায় দারুন হতাশ হয়েছেন।

মেসির ফ্যাক্টফাইল :

নাম : লিয়নেল আন্দ্রেস মেসি
জাতীয়তা : আর্জেন্টাইন
জন্মতারিখ : ২৪ জুন, ১৯৮৭
বয়স : ২৯ বছর
জন্মস্থান : রোসারিও, আর্জেন্টিনা
ক্লাব : বার্সেলোনা (স্পেন/ ২০০০ সাল থেকে)
আন্তর্জাতিক ম্যাচ : ১১২
আন্তর্জাতিক গোল : ৫৫
আন্তর্জাতিক অভিষেক : ১৭ আগস্ট, ২০০৫, হাঙ্গেরীর বিপক্ষে (ফল : আর্জেন্টিনা ২-হাঙ্গেরী ১)

অর্জন :

ক্লাব :
চ্যাম্পিয়নস লীগ (৪) : ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০১০-১১, ২০১৪-১৫
ক্লাব ওয়ার্ল্ড কাপ (৩) : ২০০৯, ২০১১, ২০১৫
ইউরোপীয়ান সুপার কাপ (৩) : ২০০৯, ২০১১, ২০১৫
স্প্যানিশ চ্যাম্পিয়নশীপ (৮) : ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১, ২০১২-১৩, ২০১৪-১৫, ২০১৫-২০১৬
স্প্যানিশ কাপ (৪) : ২০০৮-০৯, ২০১১-১২, ২০১৪-১৫, ২০১৫-১৬
স্প্যানিশ সুপার কাপ (৬) : ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩

আন্তর্জাতিক :

বিশ্বকাপ : ফাইনালিস্ট (২০১৪), কোয়ার্টার ফাইনালিস্ট (২০০৬, ২০১০), ১৫ ম্যাচ, ৫ গোল
কোপা আমেরিকা : ফাইনালিস্ট (২০১৫, ২০০৭, ২০১৬), কোয়ার্টার ফাইনালিস্ট (২০১১), ২১ ম্যাচ, ৮ গোল
অলিম্পিক স্বর্ণ পদক (১) : ২০০৮
অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ (১) : ২০০৫

ব্যক্তিগত অর্জন :

ব্যালন ডি’অর (৫) : ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫
স্প্যানিশ লীগে সর্বোচ্চ গোলদাতা (৩) : ২০০৯-২০১০ (৩৪ গোল), ২০১১-১২ (৫০ গোল), ২০১২-১৩ (৪৬ গোল)
চ্যাম্পিয়নস লীগে সর্বোচ্চ গোলদাতা (৫) : ২০০৮-০৯ (৯ গোল), ২০০৯-২০১০ (৮ গোল), ২০১০-১১ (১২ গোল), ২০১১-১২ (১৪ গোল), ২০১৪-১৫ (১০ গোল)
বিশ্বকাপ গোল্ডেন বল (১) : ২০১৪
অলিম্পিকে সেরা খেলোয়াড় (১) : ২০০৮
অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড় (১) : ২০০৫
অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা (১) : ২০০৫ (৬ গোল)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here