ময়মনসিংহে গাড়ি ভাংচুর রাস্তায় আগুন

0
300

mymensingh,fire damaged

ময়মনসিংহে শহরে পৌরসভার গাড়ি ভাংচুর এবং রাস্তায় আগুন লাগিয়ে শহরবাসীর মাঝে আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে । রবিবার দুপুরে শহরের স্টেশন রোড এবং তৎসংলগ্ন এলাকায় এঘটনা ঘটানো হয় । জানা যায়, ময়মনসিংহ পৌরসভার পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে শহরের মেছুয়া বাজার ও জিলাপী পট্টিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয় । ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল নোমান।

অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে নামমাত্র ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা না করে ভবিষ্যতের জন্য সতর্ক হতে মৌখিক নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট। স্থানীয়দের সূত্রে জানা গেছে , ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান শেষে ফিরে যাওয়ার পথে উশৃঙ্খল কিছু যুবক পালিকা শপিং সেন্টার সংলগ্ন পাকিংরত পৌরসভার একটি গাড়ী ভাংচুর করে। পাশাপাশি রাস্তায় আগুন লাগিয়ে আতংকের সৃষ্টি করে।

খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মী এবং অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নেভান এবং পরিস্থিত নিজেদের নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here