বঙ্গবন্ধু হত্যা মামলায় আইনের ত্রুটি আমি সংশোধন করতে পেরেছি :প্রধান বিচারপতি

0
242

Gazipur-(1)- 26 June 2016-Chief Justice

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধীসহ অনেক মামলার চ’ড়ান্ত রায় আমি দিয়েছি। বঙ্গবন্ধু হত্যা মামলায় আইনের কিছু ত্রুটি ছিল। সেগুলো আমি সংশোধন করতে পেরেছি। দুঃখজনক হলেও সত্যি, জেল হত্যা মামলায় আমি একাই ডিসেন্টিং রায় দিয়েছিলাম। সেখানে ষড়যন্ত্র ছিল- এটা প্রমাণিত হল। কিন্তু ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হল না- এতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। পরিকল্পিতভাবে হত্যার জন্য তারা ‘ক্রিমিনাল কন্সপারেসি’ করেছে, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। তাই আমি নিজেই ডিসেন্টিং রায় দিয়েছি।

তিনি রবিবার দুপুরে গাজীপুরস্থিত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শন করে এসব কথা বলেন। এসময় তার সঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ও পুলিশ সুপার হারুন অর রশীদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় প্রধান বিচারপতিকে সম্মাননা স্মারক দেয়া হয়।

প্রধান বিচারপতি বলেন, একজন বিচারপতিকে বিচার করতে অনেক কিছু বিবেচনা করতে হয়। আমাদের জেল কোড অনেক পুরাতন। এটা নিয়ে ব্রিটিশ আমলে অনেক জগাখিচুড়ি হয়েছে। যাবজ্জীবন কারাদন্ড নিয়ে এক ধরনের বিভ্রান্তি রয়েছে। এটা নিয়ে অপব্যাখ্যাও রয়েছে। যাবজ্জীবন অর্থই হল যাবজ্জীবন।

গাজীপুরস্থিত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার পরিদর্শন করেন ও কারাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি বন্দিদের সঙ্গে কথা বলেন এবং কারাবন্দিদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ^াস দেন। এর আগে প্রধান বিচারপতি কারাগারে এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here