গত ছয় বছরে (২০০৯-১৪) প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮ হাজার ৪২৪ কোটি টাকা। এর মধ্যে শস্য খাতে ক্ষতি ৩৬ দশমিক ২০ শতাংশ। প্রাণিসম্পদ, পোল্ট্রি, মৎস্য খাতে ক্ষতির পরিমাণ ৪৮ শতাংশ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আওতায় জলবায়ু পরিবর্তন প্রভাব কর্মসূচি ‘বাংলাদেশ ডিজাস্টার রিলেটেড পরিসংখ্যান এবং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার পারস্পেক্টিভ’ রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়। রোববার শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ রিপোর্ট প্রকাশ করেন।
প্রকাশিত রিপোর্টে দেখানো হয়, ছয় বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ১ লাখ ৫৫ হাজার ১৭৫ একর জমিতে শস্যের ক্ষতি হয়েছে ৮০ দশমিক ২২ শতাংশ। এছাড়া বসতভিটার জমি ১২, পুকুর ও জলাভূমির জমি ৩ দশমিক ৯৭ ও অন্যান্য জমিতে ০ দশমিক ৭৮ শতাংশ ক্ষতি হয়েছে। ছয় বছরে দুর্যোগে ৪৮ শতাংশ শিশু এবং বয়স্করা আক্রান্ত হয়েছেন ৪৬ শতাংশ।
দেশে মোট ১৩ শতাংশ খানা এবং ১২ দশমিক ৬৪ শতাংশ মানুষ দুর্যোগ প্রবণ এলাকায় বাস করেন। এসব এলাকায় কাঁচাঘর ৭০ দশমিক ৩১ শতাংশ, আধাপাকা ১০ দশমিক ১৯, পাকা ১০ দশমিক ১৯ এবং ঝুপড়ি ১ দশমিক ৯৫ শতাংশ।উপকূলীয় এলাকায় শিক্ষার হার হতাশজনক, স্নাতক পাস করে মাত্র ১ শতাংশ। এছাড়া পঞ্চম শ্রেণি ৩৩, নবম শ্রেণি ১৯ এবং এইচএসসি পাসের হার মাত্র ৯ শতাংশ।রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, পরিবেশবিদ ড. আতিক রহমান ও বিবিএস সচিব কেএম মোজাম্মেল হক প্রমুখ।