দেশ চলছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায়

0
298

দেশ চলছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায়
বাংলা সিনেমার মতো বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় দেশ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘রাজনীতির অবস্থা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, ‘দেশটা তো চলছে ছায়াছবি আছে না, বাংলা, ঢাকা-কলকাতা, কলকাতা-ঢাকা যৌথ প্রযোজনা, এখন দেশটা চলছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায়।’ গয়েশ্বর বলেন, ‘ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) বাংলাদেশের। আমরা আশা করব, ভারত বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা বা ব্যক্তি হিসেবে তারা সে আচরণ করবে।’

গয়েশ্বর বলেন, ‘বাংলাদেশে বর্তমানে, কে কখন ভিলেন, নায়ক, অতিথিশিল্পী হবেন, তা পুরোপুরি নির্ভর করে ভারতের গোয়েন্দা সংস্থার সিদ্ধান্তের ওপর।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here