গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণঃ আগুনে পুড়ে গেছে বাস ॥

0
286

Gazipur- 24 June 2016 -Fire On Bus-2

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে যাত্রীবাহী চলন্ত বাসে শুক্রবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, তবে এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভিআইপি পরিবহনের একটি বাস শুক্রবার সকালে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে গাজীপুরে দিকে যাচ্ছিল। পথে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় পৌছলে হঠাৎ বিকট শব্দে বাসের গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটে এবং বাসটিতে আগুন লেগে যায়। আগুন মুহুর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে। এসময় বাসের চালকসহ সকল যাত্রী দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হওয়ায় কেউ হতাহত হয়নি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির আগুন নেভায়। তবে আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে

এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সেলিম মিয়া জানান, বাসের দূর্বল গ্যাস সিলিন্ডার ও যান্ত্রিক ত্রুটির কারনে এঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here