গাজীপুরে ভাষা শহীদ আব্দুল জব্বারের নাতি ও শিক্ষানবিশ আইনজীবি সোহেলকে হত্যার দায়ে এক নারী ও তার তিন ছেলেসহ ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রায়ে দন্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো পটুয়াখালী জেলার বাউফল থানার মধ্য মদনপুরা মীরা বাড়ি এলাকার আব্দুর রউফের স্ত্রী মোসাঃ আমেনা বেগম (৫৩), তার তিন ছেলে মোঃ বাপ্পি (৩৩), মোঃ তিথি (৩১), ও মোঃ সজল (২৮) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের কফিল উদ্দিন মাস্টারের ছেলে মোঃ বাদল (৪২)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্তদের মধ্যে তিথি ও বাদল আদালতে উপস্থিত ও অন্যরা পলাতক ছিল।
মামলার বিবরণে জানা গেছে, গাজীপুর শহরের রথখোলা এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন গাজীপুর জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মচারী মোঃ সোহরাব উদ্দিন ভান্ডারী। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার পাচুয়া গ্রামে। পূর্ব শত্রুতার জের ধরে ২০০৮ সালের ৯ মার্চ সন্ধ্যায় মোবাইল ফোনে বাড়ী থেকে ডেকে ছায়াবিথী এলাকায় নিয়ে আসামীরা মোঃ সোহরাব উদ্দিন ভান্ডারীর ছেলে শিক্ষানবিশ আইনজীবি ফিরোজ্জামান সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা ও স্বজনরা ঘটনাস্থল থেকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে তাকে পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সোহরাওয়ার্দী হাসপাতালে ও পরে ইস্টার্ণ হসপিটাল এন্ড মেডিকেলে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে সোহেল ইস্টার্ণ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় সোহেলের পিতা বাদী হয়ে জয়দেবপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। নিহত সোহেল ভাষা শহীদ আব্দুল জব্বারের নাতি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জাহিদুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ১০ জুলাই আসামী ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালত প্রায় ৮ বছর ওই মামলায় শুনানী ও ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভ’ইয়া রায় ঘোষণা করেন। আসামীরা পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। রায়ে আরো উল্লেখ করা হয় আসামী আমেনা বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় থাকলে সন্তান প্রসবের পর তার দন্ড কার্যকর হবে। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্তদের মধ্যে তিথি ও বাদল আদালতে উপস্থিত ছিল। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন কাজল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেবুন্নেছা মীনা, নুরুল আমিন ও মোহাম্মদ আলী।