ভারতে গত দু’দিনে বজ্রপাতে কমপক্ষে ৬৭ জন মারা গেছে। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা একথা জানান।ভারতে জুন-অক্টোবর পর্যন্ত বর্ষাকাল চলাকালে প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে। এ মাসের গোড়ার দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে প্রচন্ড বর্ষণ ও বজ্রপাত হয়। তবে এতে এ সপ্তাহেই সবচেয়ে বেশী লোক মারা যায়।
বিহার রাজ্যে রাতে বজ্রপাতে কমপক্ষে ৪৭ জনের মৃত্যু এবং আরো ২২ জন আহত হয়েছে। এসব মৃত্যু অধিকাংশ গ্রামাঞ্চলেই ঘটে।বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সিনিয়র কর্মকর্তা অনিরুদ্ধ কুমার এএফপিকে বলেন, আমরা বজ্রপাতের ঘটনায় ৪৭ জনের মৃত্যুর খবর পেয়েছি। এক্ষেত্রে বিভিন্ন এলাকা থেকে খবর আসতে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।পাশের উত্তর প্রদেশ রাজ্য কর্তৃপক্ষ জানায়, গত দু’দিনে বজ্রপাতে ২০ জন মারা গেছে।
উল্লেখ্য, ভারতে বজ্রপাতে প্রতি বছর কয়েক হাজার লোকের মৃত্যু ঘটে। এদের বেশীর ভাগই কৃষক শ্রেণীর। অনেক ক্ষেত্রে মাঠে কাজ করার সময় তারা বজ্রপাতের শিকার হয়।
২০১৪ সালে ভারতে বজ্রপাতে আড়াই হাজারেরও বেশি লোক মারা যায়।