দেশের মানুষের গড় আয়ু ৭১ বছর

0
0

দেশের মানুষের গড় আয়ু ৭১ বছর

দেশের মানুষের গড় আয়ু আরো এক ধাপ বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০ বছর ৯ মাস। এর আগে ২০১৪ সালে গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস।বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবিএস’র ‘রিপোর্ট অব বাংলাদেশ সেম্পল ভাইটাল স্টাটিকটিস-২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এসয়ময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিবিএস’র মহাপরিচালক আব্দুল ওয়াজেদ প্রমুখ।

বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেড়ে হয়েছে ৭০ বছর ৯ মাস। যা গত বছর ছিলো ৭০ বছর ৭ মাস। গত পাঁচ বছরে প্রত্যাশিত আয়ুষ্কাল ১ দশমিক ৯ বছর বেড়েছে। ২০১১ সালে ৬৯ বছর থেকে ২০১৫ সালে ৭০ দশমিক ৯ বছর হয়েছে। পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বেড়েছে। বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস- ২০১৫ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্টাডিজ অব বাংলাদেশ প্রজেক্ট (এসভিআরএস রিপোর্ট ২০১৪)’ এর আওতায় প্রতিবেদনটি প্রণীত হয়েছে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক।প্রতিবেদনে বলা হয়, পুরুষের গড় আয়ু ৬৯ বছর ৪ মাস এবং নারীদের ৭২ বছর। দেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ৭৭ জন। গত বছরের রিপোর্ট অনুযায়ী যা ছিল ১ হাজার ৬৩ জন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৪ মাস, ২০১২ সালে ছিল ৬৯ বছর ৪ মাস। বাংলাদেশে মরণশীলতা প্রতি হাজার জনসংখ্যায় ৫ দশমিক ১ জন যা পল্লী এলাকায় ৫ দশমিক ৫ জন এবং শহরে ৪ দশমিক ৬ জন। ২০১১ সালে এ হার ছিল ৫ দশমিক ৫ জন।

মরণশীলতা বিশ্লেষণ করে দেখা গেছে, পুরুষেরা নারীদের চেয়ে বেশি হারে মারা যাচ্ছে। মরণশীলতার এ অবস্থা শহর ও পল্লীর ক্ষেত্রে যথাযথ হলেও শহরের তুলনায় পল্লীতে মৃত্যুর ঝুঁকি বেশি। মাতৃমৃত্যুর হারও গত পাঁচ বছরে কমে এসেছে। ২০১১ সালে মাতৃমৃত্যুর হার ছিল ২ দশমিক ৫৯ শতাংশ। ২০১৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশ।বিবাহের গড় বয়স :গত পাঁচ বছরের নারীদের বিবাহের গড় বয়স প্রায় স্থিতাবস্থায় রয়েছে। ২০১১ সালে পুরুষের বিবাহের গড় বয়স ছিল ২৪ দশমিক ৯ বছর এবং নারীদের বিবাহের গড় বয়স ছিল ১৮ দশমিক ৬ বছর। ২০১৫ সালে পুরুষের বিবাহের গড় বয়স হয়েছে ২৬ দশমিক ৪ বছর এবং নারীদের বিবাহের গড় বয়স হয়েছে ১৮ দশমিক ৭ বছর।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৮০ সাল থেকে দ্বৈত পদ্ধতিতে জন্ম, মৃত্যু, বিবাহ ও স্থানান্তর সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here