গ্রাম থেকে উঠে আসবে প্রতিভাবান খেলোয়াড়

0
0

22-06-16-PM_Parliament-4প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের খেলার মান উন্নয়নের কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এর ফলে গ্রামপর্যায় থেকে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (২২ জুন) সকালে দশম জাতীয় সংসদেও বাজেট অধিবেশনে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে মাসব্যাপী প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি জানান, ২০১৫-১৬ অর্থবছরে সরকার বিশেষ সহায়তায় আওতায় ৩১টি খেলার ইভেন্টে তৃণমূল পর্যায় হতে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য ১৫ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া খেলার মাঠ উন্নয়ন ও সংস্কার কাজে ৪৪ কোটি ৫৪ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।এসব উদ্যোগের ফলে প্রতিভাসম্পন্ন খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here