জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছেন। এদিকে ধারণা করা হচ্ছে পিয়ংইয়ং বুধবার পর পর দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে। প্রথম দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বুধবার অ্যাবের বরাত দিয়ে সম্প্রচার কেন্দ্র এনএইচকে’র খবরে বলা হয়, ‘যদি এটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়, তাহলে তা কোনভাবেই বরদাস্ত করা হবে না।’
তিনি বলেন, ‘আমরা বিষয়টি সার্বিকভাবে বিশ্লেষণ করছি এবং এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ রাখছি।’ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া বুধবার মাঝারি পাল্লার দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এ দু’টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি সফলভাবে উৎক্ষেপণ করতে তারা ব্যর্থ হয়। স্থানীয় সময় সকাল ছয়টার সামান্য আগে পিয়ংইয়ং প্রথম দফার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং ব্যর্থ হয়। তবে মন্ত্রণালয় দুই ঘন্টা পর সনাক্ত করা পূর্ব উপকূলের একই স্থান থেকে উৎক্ষেপণ করা দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর নিশ্চিত করতে পারেনি।