ঈদের আগে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের ৪-লেন উদ্বোধন হবে : ওবায়দুল কাদের

0
0

২০১৯ সালে মেট্রোরেল চালু-কাদেরসড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী রোজার ঈদের আগেই জয়দেপুর-ময়মনসিংহ চার-লেন মহাসড়ক এবং কোরবানী ঈদের আগেও তিনি ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক উদ্বোধন করবেন। ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে হাইওয়ে পুলিশের ওয়াচ টাওয়ার উদ্বোধন এবং মহাসড়কে ব্যাটারিচালিত যানবাহনের ব্যাটারি জব্দ করার বিষয়টি পরিদর্শনে এসে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪-লেন প্রকল্পের সব কাজ প্রায় শেষ। এ দুইটি মহাসড়ক অন্যান্য বছরের তুলনায় এবার অনেক ভালো। মহাসড়কের কারণে ঈদের সময় যানজট হওয়ার কোন সম্ভাবনা নেই। তিনি বলেন, যেসব স্থানে ছোট ছোট সমস্যা আছে সেগুলো সাড়িয়ে তোলার জন্য কাজ চলছে। এ ছাড়া সারাদেশে মোবাইল টিম কাজ করবে। যেখানেই রাস্তায় সমস্যা দেখা দিবে সেখানেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজট নিরসনের জন্য মহাসড়কে ১৪টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কাঁচপুর পয়েন্টে তিন শিফটে ৯০ জন সেচ্ছাসেবক কাজ করবে হাইওয়ে পুলিশের সাথে।

ঈদকে সামনে রেখে পরিবহনে বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে বলেন, মহাসড়কগুলোতে যাতে কোন প্রকার চাঁদাবাজি এবং যাত্রীদের কাছ থেকে ঈদ উপলক্ষে পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সে জন্য পুলিশকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর মোবাইল টিমকে আরো বেশী সক্রিয় করা হবে। মন্ত্রী বলেন, কোন ভাবেই ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি, ভটভটি, টমটম মহাসড়কে চলতে দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ কবীর, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকতা আবু নাসের, ট্রাফক পুলিশের এএসপি বদরুল আলম মোল্লা, হাইওয়ে পুলিশের সহকারি পরিচালক আনোয়ার হোসেন, কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here