তানোরে মাদক ব্যবসায়ীর হামলায় নারী পুলিশ আহত : আনসার ভিডিপির সদস্যসহ গ্রেফতার ৬

0
0

গাজীপুরে ট্রাক চাপায় পুলিশের এএসআই নিহত
রাজশাহীর তানোরে মাদকবিরোধী অভিযানের সময় ১৩০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম হিরোইনসহ বেশ কয়েকজন মাদক স¤্রাটকে আটক করে থানা পুলিশ। আটকের সময় ঘটনাস্থলেই মাদক স¤্রাটদের হামলায় এক নারী পুলিশ কন্সটেবল আহত হয়। আহত ওই কন্সটেবলকে স্থানীয় ওষুধ ফার্মেসীতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে তানোর ঠাকুরপুকুর গ্রামে হক সাহেবের বাড়িতে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে।

পরে ঘটনার সূত্র ধরে এসআই সাইফুল বাদী হয়ে উপজেলা আনসার ভিডিপির কমান্ডার সেকেন্দার আলীকে প্রধান আসামী করে ৭ জন নামধারী মাদক স¤্রাটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই উপজেলা আনসার ভিডিপি সদস্য রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে (এ রিপোর্ট লিখা পর্যন্ত) আরও ৫ জন নামধারী মাদক ব্যবসায়ীকে আটক করে তানোর থানা পুলিশ।

মামলা এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নবাগত তানোর থানার (ওসি) আব্দুস সালামের নেতৃত্বে তানোর ঠাকুরপুকুর গ্রামে হক সাহেবের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় মাদক স¤্রাট হক সাহেবের কাছ থেকে ১৩০ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম হিরোইনসহ তার স্ত্রী, মেয়ে ও ছেলে বউকে আটক করা হয়। আটকের পর হক সাবেক পুলিশের ওপর হামলা করে। পরে এক নারী পুলিশের হাতে হক সাহেবের স্ত্রী ও মেয়ে কামড় দিয়ে কিলঘুষি মেরে পালিয়ে যায়। ঘটনার সময় উপজেলার আনসার ভিডিপি কমান্ডার সেকেন্দার আলী ও সদস্য রিয়াজ উদ্দিন মাদক স¤্রাটদের পালাতে সহায়তা করে। পরে উপজেলা আনসার ভিডিপি সদস্য রিয়াজ উদ্দিন থানায় গিয়ে ওই মাদক স¤্রাটদের পক্ষ নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানা হাজত ঘরে বন্দি করে।
এনিয়ে মোবাইল ফোনে এ প্রতিবেদকে অভিযুক্ত উপজেলা আনসার ভিডিপি কমান্ডার সেকেন্দার আলী জানান, আটক আনসার ভিডিপি সদস্য রিয়াজ উদ্দিনকে ছেড়ে দেবার জন্য সুপারিশ করা হয়। একারণে থানার ওসি ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি মাদকের সঙ্গে সম্পৃক্ত নয়।
এব্যাপারে মামলার তদন্তকারী অফিসার থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন জানান, ঘটনার সময় মাদক স¤্রাটদের পালাতে সেকেন্দার আলী সহায়তা করেছেন। এছাড়া সেকেন্দার মাদক ব্যবসার সঙ্গে বহুদিন ধরে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত। সেকেন্দার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এসব কারণে সেকেন্দারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান চলবে। মাদক ব্যবসায়ী যত বড়ই শক্তিশালী হোক না কেন ব্যবস্থা নেয়া হবে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here