গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

0
0

punishment1447844103

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। রায়ে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম মোঃ কামাল হোসেন (৪০)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে।

গাজীপুর আদালতের এসআই মোঃ মনজুরুল হক জানান, গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার নুরুল ইসলামের বাড়িতে স্বামীর সঙ্গে দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন শহিদা। ২০১১ সালের ৩০ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে স্বামী কামাল হোসেন তার স্ত্রী শহিদা বেগমকে (৩০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মোঃ আব্দুল গফুর বাদি হয়ে কামাল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম-২ ওই বছরের ৩০ জুন আসামি কামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালত ওই মামলায় শুনানী ও ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ইকবাল হোসেন রায় ঘোষণা করেন। আদালত রায়ে একমাত্র আসামি মোঃ কামাল হোসেনকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন। রায়ে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here