গাজীপুরে ভ্রাম্যমান আদালতের উপর হামলাঃ গাড়ি ভাংচুর, পুলিশসহ আহত-২

0
0

129762_15

গাজীপুরে মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের উপর হামলা করেছে ব্যবসায়ীরা। হামলায় জেলা বাজার কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতের একটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এঘটনার পর ওই বাজারের দোকানপাট বন্ধ রেখেছে।

গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে চার পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে মহানগরীর চান্দনা চৌরাস্তা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত ওই বাজারের গোবিন্দ ট্রেডার্সে পৌঁছে মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ এবং মূল্য তালিকা দেখতে না পাওয়ায় ওই দোকানকে জরিমানার কথা জানান এবং কিছু মেয়াদহীন পন্যের জব্দ তালিকা প্রস্তুত শুরু করেন। এ সময় পাশের দোকানী মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একশর মতো ব্যবসায়ি ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে জরিমানা করার বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তারা ভ্রাম্যমান আদালতের ও লোকজনের উপর হামলা চালায় এবং ধাওয়া করে। হামলায় গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম ও পুলিশ কনস্টেবল মো. এনামুল হক আহত হন। হামলাকারীরা এ সময় ভ্রাম্যমান আদালতের একটি গাড়ির পেছনের কাঁচ ভাংচুর করে। পরে পুলিশের সহায়তায় তারা ওই স্থান ত্যাগ করেন। এঘটনার পর ওই বাজারের দোকানপাট কিছু সময় বন্ধ রাখে স্থানীয় ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here