বাস কাউন্টারে দীর্ঘ লাইনে চরম ভোগান্তি: টিকিটের দাম অতিরিক্ত

0
174

20-06-16-Advanced Ticket Collect_Gabtali-25

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন বাস টার্মিনালে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৬ জুলাই সম্ভাব্য ঈদের দিন ধরে সোমবার সকাল আটটা থেকে দূরপাল্লার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সেই হিসেবে এবার ৪ জুলাইয়ের টিকিটের চাহিদা অনেক বেশি। সোমবার সরেজমিনে দেখা যায়, রাজধানীর কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী ও মাজার রোডে বিভিন্ন পরিবহনের কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশী মানুষের অনেক ভিড়। বিশেষ করে হানিফ পরিবহন, নাবিল পরিবহন ও এসআর কাউন্টারে এই ভিড় অনেক বেশি। ঈদে বাড়ি যাওয়ার আশায় এসব কাউন্টারের সামনে কেউ মধ্যরাত থেকে, আবার কেউবা সাহরির পরপরই এসে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন।যাত্রীদের অভিযোগ, এবার টিকিটের অতিরিক্ত দাম রাখা হচ্ছে। নওগাঁ ও রংপুর অঞ্চলের টিকিটপ্রতি ৫০ থেকে ১৮০ টাকা করে বেশি রাখছে কর্তৃপক্ষ। আবার রাজশাহী অঞ্চলের টিকিটপ্রতি ১৫০ টাকা পর্যন্ত বেশি রাখা হচ্ছে।লাইনে দাঁড়ানো সবুজ মিয়া নামের একজন টিকিটপ্রত্যাশী বলেন, সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। ঢাকার থেকে ৪ জুলাই ঠাকরগাঁও যাবেন তিনি। তবে ৪ তারিখের টিকিট মিলছে না। তবে অন্যান্য টার্মিনালে ক্রেতাদের ভিড় থাকলেও মহাখালীতে তার রেশ নেই। সেখানকার বাস মালিক সমিতি বলছে, অগ্রিম টিকিট বিক্রির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কিছু কিছু কাউন্টারে চলছে টিকিটের আগাম বিক্রি।

রোজার ঈদ সামনে রেখে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের জন্য পরিবহন সংস্থাগুলোর কাউন্টার থেকে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন সোমবার সকালে গাবতলী টার্মিনাল এবং কল্যাণপুর ও মিরপুর মাজার রোডের কাউন্টারগুলোয় দেখা গেছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের টিকেটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন।নির্দিষ্ট সময়ের অনেক পরে টিকেট দেওয়া শুরুর কারণে ভোগান্তির অভিযোগ করেছেন তারা; সেই সঙ্গে টিকেটের দামও বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।কল্যাণপুরে হানিফ পরিবহনের কাউন্টারে কথা হয় ঢাকার উত্তরার বাসিন্দা ব্যবসায়ী ইকবাল হোসেনের সঙ্গে। ঈদে তিনি যাবেন দিনাজপুর।তার অভিযোগ, ভোর ৫টা থেকে সোয়া ১০টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও টিকেট পাননি।কল্যাণপুরে টিআর পরিবহনের কাউন্টারে ভোর ৫টা থেকে টিকেটের জন্য ভিড় জমান অনেকে। তাদের অভিযোগ, সকাল ৬টা থেকে টিকেট বিক্রি শুরুর কথা থাকলেও দেড় ঘণ্টা পরে কাউন্টার খোলা হয়েছে, টিকেট দেওয়াও হচ্ছে খুব ধীর গতিতে।সকাল ১০টার দিকে রোদের মধ্যেই এই কাউন্টারের বাইরে নানা বয়সী মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরোজ এসেছিলেন নওগাঁর টিকেট নিতে; তিনি বলেন, সাড়ে ৫টার দিকে কাউন্টারে এসেছিলাম। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পৌনে ৮টার সময় টিকেট পেয়েছি।আজকে সকালে রোদ প্রচন্ড থাকায় গরমে খুব কষ্ট হয়েছে।দরির কথা স্বীকারও করলেন কাউন্টার ব্যবস্থাপক মোতাহার হোসেন।তিনি বলেন, কাউন্টারের স্টাফদের আসতে দেরি হওয়ায় গুছিয়ে উঠতে একটু সময় লেগেছে।টিআর পরিবহনের কাউন্টারে রাজশাহীর টিকেট নিতে আসা শামীমুল হাসান জানালেন ভাড়া বেশি নেওয়ার কথা।

ঢাকা থেকে রাজশাহীর ভাড়া ৪৫০-৫০০ টাকা নেওয়া হতো। এখন ৫৬০ টাকা নেওয়া হচ্ছে, অভিযোগ তার।টিকেটের দাম বেশি রাখার অভিযোগ অস্বীকার করে মোতাহার হোসেন বলেন, আমরা বিআরটিএ নির্ধারিত ভাড়াই নিচ্ছি।মাজার রোডে হানিফ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক রায়হান আহমেদ জানান, ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত বিআরটিএর নির্ধারিত ভাড়া ৬৩০ টাকা। আগে তারা কিছুটা কমই নিতেন, এখন নিচ্ছেন সরকার নির্ধারিত ভাড়া।তবে টিকেট হাতে হাতে পাওয়ার পর সব অভিযোগ আর কষ্ট ভুলেছেন সবাই।

মিরপুর বাংলা কলেজের ছাত্র আসাদ দিনাজপুরের অগ্রিম টিকেট নিয়েছেন হানিফ পরিবহন থেকে।তিনি বলেন, এখানে এসে সেহরি খেয়েছি। টিকেট পেলাম ১০টা ৪০ মিনিটে। ৫৩০ টাকার টিকেট ৬৩০ টাকা নিয়েছে। তারপরও ভালো লাগছে, বাড়ি যেতে পারব।তবে গাবতলী, কল্যাণপুর, মাজার রোডের বিপরীত চিত্র দেখা গেছে সায়েদাবাদ বাস টার্মিনালে।এখানে কাউন্টারগুলোয় অন্যান্য দিনের মত স্বাভাবিকভাবেই টিকেট বিক্রি হতে দেখা গেছে।শ্যামলী পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম বলেন, এখানে অগ্রিম টিকেটের কোনো কারবার নেই। মানুষ যখন আসে তখন টিকেট নিয়ে চলে যায়। নির্দিষ্ট সময় দিয়ে টিকেট বিক্রির প্রয়োজন পড়ে না।

তবে কেউ অগ্রিম টিকেট নিতে চাইলে সহজে পেয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে আজকে ৫ জুলাইয়ের একটি টিকেট বিক্রি হয়েছে মাত্র।গত ৭ জুন থেকে বাংলাদেশে রোজা শুরু হয়েছে। এক মাস রোজার পর চাঁদ দেখা সাপেক্ষে ৬ বা ৭ জুন হতে পারে ঈদুল ফিতর। ৫, ৬ ও ৭ জুন সরকারি ছুটি রয়েছে। ঈদ ৭ জুন হলে ছুটি আরও একদিন বাড়বে।

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে প্রতিবছরই নগরের বাসিন্দাদের একটি বড় অংশ পরিবারের সঙ্গে মিলিত হতে গ্রামে ছুটে যান।ঈদে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি বুধবার থেকে প্রতিদিন সকাল ৮টায় বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন।২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের আগাম টিকেট। ধারাবাহিকভাবে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত কেনা যাবে ২ থেকে ৫ জুলাইয়ের টিকেট।ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে, চলবে ৮ জুলাই পর্যন্ত। ওই সময়ে ৮ থেকে ১২ জুলাইয়ের ফিরতি টিকেট পাওয়া যাবে।

এদিকে, মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস চললেও অগ্রিম টিকিটের বাস চলে হাতে গোনা কয়েকটি রুটে। ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. মানিক মিয়া জানান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, ফেনী, কক্সবাজার ও রংপুর রুটে অগ্রিম টিকিট দেওয়া হয়। তবে এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি। তাঁর দাবি, এ কারণে টিকিট বিক্রি শুরু হয়নি।

ঢাকা থেকে উত্তরবঙ্গে চলাচলকারী একতা ট্রান্সপোর্টের সুপারভাইজার আলতাফ বলেন, মালিকপক্ষ থেকে সিদ্ধান্ত না আসায় অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে না। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিক্রি শুরু হতে পারে বলে জানান তিনি। এসআর ট্রাভেলসে খোঁজ নিয়েও একই তথ্য জানা যায়।অবশ্য আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও কিছু কিছু কাউন্টারে অগ্রিম টিকিটের বিক্রি চলছে। নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে চলাচলকারী দেশ ট্রাভেলসের কাউন্টার মাস্টার মো. গোলাম আজম বলেন, তাঁরা ৩০ জুন থেকে আগামী ৪ জুলাইয়ের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করছেন। এ ছাড়া ২৯ জুন পর্যন্ত টিকিট কাউন্টারে বিক্রি করা হচ্ছে। দুর্নীতি কমাতেই অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বাসের অগ্রিম টিকিট বিক্রি করছে এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেড। কাউন্টার মাস্টার জহির বলেন, ৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করছেন তাঁরা। অনলাইনের পাশাপাশি আজ সোমবার সকাল থেকে কাউন্টারেও টিকিট বিক্রি হচ্ছে। টিকিটের দাম বাড়েনি বলেও নিশ্চিত করেন তিনি।

তবে ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা হলেও টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ক্রেতারা। নাখালপাড়ার বাসিন্দা মহসিন আলী চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য ৪ জুলাইয়ের টিকিট কিনতে চাইলেও অনলাইনে পাননি। কাউন্টারে এসেও এর কোনো সুরাহা হয়নি।একই অবস্থা বেসরকারি চাকরিজীবী আবদুল মান্নানের। ৫ জুলাই নাটোর যেতে চান তিনি। কিন্তু অনলাইনে কোনো টিকিট পাচ্ছেন না। তিনি অভিযোগ করেন, অনলাইনে টিকিট কিনে ঈদের কয়েক দিন আগে তা কালোবাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়। গতকাল রোববার রাত ১২টায় টিকিট ছাড়ার পরপরই তিনি কেনার চেষ্টা করেছেন। এখন কাউন্টারেও পাচ্ছেন না। তিনি প্রথম আলোকে বলেন, এখানে কেউ কেউ অগ্রিম টিকিট দিচ্ছে। দেশ ও ন্যাশনাল ট্রাভেলস বিক্রি করলেও একতা ট্রান্সপোর্ট আবার দিচ্ছে না। বলছে, বিক্রির সিদ্ধান্ত হয়নি।

অবশ্য অগ্রিম টিকিট বিক্রির জন্য ক্রেতার সংখ্যাও নগণ্য। কাউন্টার মাস্টাররা বলছেন, এবার ঈদের অনেক আগেই টিকিট ছাড়া হয়েছে। গতবার মাত্র পাঁচ দিন আগে টিকিট বিক্রি শুরু হয়েছিল। তাই হয়তো অনেকে জানেন না। তবে ২৫ জুনের পর থেকে ভিড় বাড়বে বলে আশা করছেন তাঁরা।মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি অগ্রিম টিকিট বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত না হওয়ার কথা জানালেও এসব কাউন্টারের কর্মকর্তারা বলছেন, তাঁদের টিকিট বিক্রির অনুমতি আছে। তবে শ্রমিক ইউনিয়নের মো. মানিক মিয়া বলেন, কোনো অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে না। আজকে বাস মালিক, শ্রমিক ও প্রশাসনের মধ্যে সভা হবে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। এদিকে ঈদ উপলক্ষে গাবতলী টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) টার্মিনালে দুটি নিয়ন্ত্রণকক্ষ বসিয়েছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বন্ধে বিশেষ দল নামানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here