গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত

0
280

Gazipur-(5)-20 June 2016-Three Journalist Injured-3

গাজীপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সোমবার বিকেলে জুয়াড়ি ও সন্ত্রাসীদের হামলায় টিভি চ্যানেলের তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা হলো, আরটিভি’র গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মোহনা টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আমিন ও গাজী টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

আহতরা জানান, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের শিরিরচালা এলাকায় শফিকুল ইসলাম ও রতন মেম্বারের নেতৃত্বে কয়েক প্রভাবশালী জুয়াড়ি দীর্ঘদিন ধরে হাউজি ও যাত্রা মেলার নামে অবৈধভাবে প্রকাশ্যে জুয়া ও নগ্ন নৃত্যের আসর চালিয়ে আসছিল। স্থানীয়রা এর প্রতিবাদ জানালেও কোন প্রতিকার হয়নি। সোমবার বিকেলে কয়েক টিভি চ্যানেলের স্থানীয় সাংবাদিকগণ প্রতিবেদন তৈরী জন্য সংবাদ সংগ্রহ করতে সেখানে যান। এসময় তারা ছবি তুলতে গেলে শফিকুল ইসলাম ও তার লোকজন সাংবাদিকদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শফিকুল ইসলামের নেতৃত্বে ২০/২৫ জন জুয়াড়ি ও সন্ত্রাসী রামদা, লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা করে এবং সাংবাদিকদের বেধড়ক মারধর করে। এতে আরটিভি’র গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মোহনা টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আমিন ও গাজী টিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হয়। হামলাকারীরা এসময় সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাইল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত সাড়ে ৯টা পর্যন্ত এঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here