লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় এনবিআরের

0
0

এনবিআরের

চলতি ২০১৫-১৬ অর্থবছরের ১১ মাসে রাজস্ব আয় সংশোধিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এ সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ ৩২ হাজার ৯৫৪ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৫২ কোটি টাকা বেশি।আলোচ্য সময়ে এনবিআরের রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৯ হাজার ৯০২ কোটি টাকা।

রাজস্ব আয়ের এই তথ্য জানিয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা আমরা ইতোমধ্যে অতিক্রম করেছি। জুলাই-মে সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার কোটি টাকার বেশি আয় করতে সক্ষম হয়েছি। বছর শেষে মোট লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।নজিবুর রহমান বলেন, রাজস্ব আয় বাড়াতে কর প্রশাসনে সংস্কার আনা হচ্ছে। কর কর্মকর্তারা যেন কোনভাবে দুর্নীতি কিংবা করদাতাদের হয়রানি করতে না পারে, এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হচ্ছে। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাপনার সুফল করদাতারা যেন পান, সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে তিনি জানান।আগামী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে দেশবাসীকে সঠিকভাবে কর প্রদানের আহবান জানান তিনি।

এনবিআর সূত্র জানায়, চলতি অর্থবছরে রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা রয়েছে এক লাখ ৫০ হাজার কোটি টাকা। জুলাই-মে সময়ে এক লাখ ৩২ হাজার ৯৫৪ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। বছরশেষে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লাখ ৬০ হাজার কোটি টাকায় দাঁড়াবে বলে এনবিআর আশা করছে।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। পরে রাজস্ব আয়ের এই লক্ষ্যমাত্রা কমিয়ে এক লাখ ৫০ হাজার কোটি টাকার সংশোধনী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এনবিআরের ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here