ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা:কাদের

0
0

সরকারের সব অর্জন ৫ মিনিটে শেষ হতে পারে- কাদের

ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদেও বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরেরএদিকে, রাজধানীর পার্শ্ববর্তী জেলার মহাসড়কগুলোর ১৬ পয়েন্টে এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নেয়া হয়েছে । রোববার ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের পথযাত্রা দুর্ভোগ কমাতে ঢাকার পার্শ্ববর্তী জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।ঈদের আগের ও পরের পাঁচদিন এই স্বেচ্ছাসেবকরা মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করবে। রোভার স্কাউটের স্বেচ্ছাসেবকরা যানচলাচল স্বাভাবিক রাখা ছাড়াও ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিভিন্নমুখী সেবা দিবে।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাও (ইউএনও) বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে সিদ্ধান্ত হয়, ঈদের ১০দিন আগে থেকে সব মহাসড়কের চলমান ফোরলেনের কাজ বন্ধ থাকবে এবং জরুরি ভিত্তিতে পাবলিক টয়লেট রাখা হবে। এছাড়া ঈদের প্রথম তিনদিন এবং পরবর্তী তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সব ট্রাক চলাচল বন্ধ থাকবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায় করলে কঠির শাস্তির মুখে পড়তে হবে পরিবহন মালিকদের। একই সঙ্গে ভাড়া নজরদারির জন্য ভিজিলেন্স টিম নিয়োগেরও সিদ্ধান্ত হয়।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘেœ চলাচল নিশ্চিত করতে মহাসড়কসমূহের চলমান কাজ ঈদের ১০ দিন পূর্ব থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।এছাড়া যানজটপ্রবণ ১৬টি স্পটে বাংলাদেশ রোভার স্কাউটসের এক হাজার সদস্য সড়ক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। ঈদের আগে প্রতিদিন ৩ শিফটে ৫ দিন সড়ক স্বেচ্ছাসেবকগণ পুলিশকে পরিবহন ব্যবস্থাপনায় সহায়তা করবে। পাশাপাশি আবদুল্লাহপুর, টঙ্গী স্টেশন রোড, জয়দেবপুর চৌরাস্তা, ভোগড়া ও মীরের বাজার এলাকায় কমিউনিটি পুলিশ যানজট নিরসনে কাজ করবে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘœ করতে যানজটপ্রবণ স্থানসমূহের ব্যবস্থাপনা বিষয়ক এক সমন্বয় সভায় একথা জানান।

তিনি বলেন, ঈদযাত্রায় মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকায় মহিলা ও শিশুদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মহাসড়কের পাশে এবং ফেরিঘাটে অস্থায়ীভিত্তিতে টয়লেট নির্মাণ করা হবে।মন্ত্রী আরও বলেন, ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিম কার্যকর থাকবে। ঈদের আগের ৩দিন ও পরের ৩দিন রপ্তানিমুখী এবং জরুরি সার্ভিস ছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল মহাসড়কগুলোতে বন্ধ থাকবে।সমন্বয় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here