দীর্ঘ সময় মন্দা কাটিয়ে আসন্ন ঈদকে কেন্দ্র করে আবারও সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইলের এতিহ্যবাহী তাঁত শিল্প। উৎপাদন বাড়াতে তাঁত পল্লী গুলোতে শ্রমিকরা দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছে। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে সর্বত্র কাপড় বুনানোর ধুম। শুধু মাত্র দেলদুয়ার উপজেলা থেকেই সপ্তাহে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিস কাপড় দেশে ও দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। শাড়ী উৎপাদন কাজে শুধু পুরুষরাই নয় সংসারে বাড়তি আয় যোগ করতে কাজ করে যাচ্ছে পরিবারের মহিলারাও। কেউ সুতা ছিটায় উঠানোর কাজে, কেউ সুতা পাড়ি করার আবার কেউ সুতা নাটাইয়ে উঠানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সব মিলিয়ে তাঁতের খটখটি শব্দে মুখরিত এখন তাঁত শিল্পের এলাকাগুলো।
তাঁতের শাড়ী খ্যাত সদর উপজেলার ধুলটিয়া, দেলদুয়ারের পাথরাইল, কালীহাতি উপজেলার বল্লা-রামপুর সহ বিভিন্ন তাঁত শিল্প এলাকা পরিদর্শন কালে জানা গেছে, এবারের তাঁতের শাড়ীর চাহিদা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। ইউপি নির্বাচন ও লোডশেডিংয়ের কারনে শ্রমিকরা চাহিদা মতো উৎপাদন করতে না পারায় হাটে শাড়ীর চাহিদা বেড়ে গেছে।
জানতে চাইলে শাড়ী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, উৎপাদন কম হওয়ায় আমরা সারাদেশে টাঙ্গাইল শাড়ীর চাহিদা মেটাতে পারছিনা। তবে এবার শাড়ী বিক্রি ভালোই চলছে। তবে সারা বছর মন্দা থাকার কারনে আমাদের যে লোকসান হয়েছে তা পুষিয়ে নিতেই আমরা মরিয়া হয়ে পড়েছি। সামনের দিন গুলোতে আশা করি শাড়ী বিক্রি আরোও বেড়ে যাবে।
দেলদুয়ার উপজেলার আকন্দপাড়ার শাড়ী ব্যবসায়ী মোঃ আরজু মিয়া জানান, সারা বছর মন্দা থাকলেও এখন বেশ ভালোই ক্রেতাদের দেখা পাচ্ছি। প্রত্যেকটি শাড়ীর দাম ৬০ থেকে ৭০ টাকা বেড়েছে। শ্রমিক মজুরি বৃদ্ধি করেছি। যার ফলে শ্রমিকরাও লাভবান হতে পারছে। তবে সুতা ও প্রয়োজনীয় উপকরনের দাম কম হলে আমরা আরও লাভবান হতে পারতাম।
তাঁত মালিক আবুল কাসেম জানান, বৈচিত্রে অনন্যে টাঙ্গাইলের তাঁতের শাড়ীর তুলনা নেই। যা দেখলেই চোখ জুডিয়ে যায়। দক্ষ কারিগর দিয়ে নিখুঁত ভাবে তৈরি হয় মনোমুগ্ধকর টাঙ্গাইলের তাঁতের শাড়ী। কিন্তু অবৈধ ভাবে আমাদের মার্কেট গুলোতে ভারতীয় নিম্নমানের সিল্কের শাড়ী প্রবেশ করায় টাঙ্গাইলের তাঁতের শাড়ী চরম ভাবে মার খাচ্ছে। মার্কেট গুলোতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী বিক্রি বন্ধ করতে পারলে টাঙ্গাইলের তাঁতের শাড়ী আরোও ভালো চলবে বলে তিনি জানিয়েছেন।
শ্রমিকরা জনিয়েছেন, তারা মালিকদের কথা মতো দিনরাত গতর খাটিয়ে যাচ্ছেন শাড়ী উৎপাদনে। মুজুরিও বেশ ভালোই পাচ্ছেন। তবে প্রত্যেক ঈদের পর মন্দাবস্থা থাকায় তাদের পেশা হারানোর শংকায় থাকতে হয়।
এদিকে জেলা শহরের শপিং সেন্টার গুলোতে ঘুরে দেখা গেছে, তাঁতশিল্প এলাকাগুলো তাদের বাহারি ডিজাইনের উৎপাদিত কাপড় মার্কেট গুলোতে সরবরাহ করছে। আর তাই বাহারি ডিজাইনের নিজেদের পছন্দের কাপড়টি কিনতে শপিং সেন্টার গুলোতে ক্রেতাদের কমতি নেই। এবারের ঈদের শাড়ী ক্রেতাদের জন্য আকর্ষন হচ্ছে বিখ্যাত জামদানি, সপশিল্ক, দোতারি, ডেঙ্গু, রেশম, তশর, হাইব্রিট, স্টাইপ, কুচি, ফোরফ্লাই, কাতান, বালুচুরি, ইত্যাদি।