সিঙ্গাপুর ফেরত দুই ভাইয়ের কোমরে ১৪ কেজি সোনা

0
265

সিঙ্গাপুর ফেরত দুই ভাইয়ের কোমরে ১৪ কেজি সোনা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ১৪ কেজি সোনাসহ দুজনকে আটক করা হয়েছে। শুল্ক কর্তৃপক্ষ বলছে, আটক সোনার মূল্য ৭ কোটি ১৬ লাখ টাকা। যাত্রীরা দুই ভাই। তাঁরা কোমরে বাঁধা বিশেষ বেল্টের মধ্যে সোনার বার ও অলংকার লুকিয়ে এনেছিলেন।যাত্রীরা হলেন মামুন খান (৩৯) ও মুরাদ খান (৩০)। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পর ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল তাঁদের আটক করে। আটক দুজনের বাড়ি গাজিপুরে।

থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুরে তারা সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন বলে ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল জানান।তিনি বলেন, গ্রিন চ্যানেল পার হওয়ার আগে দুই ভাইয়ের দেহ তল্লাশি করে চার কেজি সোনার বার ও ১০ কেজি ওজনের বিভিন্ন ধরনের সোনার গহনা পাওয়া যায়। রেজাউল বলেন, জব্দ করা সোনার বাজার দর প্রায় সাত কোটি ১৬ লাখ টাকা।তিনি জানান, দুই ভাই গত ১৪ জুন বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রিভেনটিভ দলের প্রধান ও ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, মামুন ও মুরাদ টাইগার এয়ারের টিজি ৩২১ নম্বর ফ্লাইটে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। গোপনসূত্রে খবর পেয়ে এই দুই যাত্রীকে তল্লাশি করা হয়। তাঁরা কোমরে বিশেষ একটি বেল্টের মধ্যে সোনার বার ও অলংকার লুকিয়ে রেখেছিলেন। এগুলোর ওজন ১৪ কেজি ৩৩০ গ্রাম। রেজাউল করিম জানান, উদ্ধার হওয়া সোনার মধ্যে ৪ কেজি ৬০০ গ্রাম বার ও সাড়ে নয় কেজির বেশি সোনার গয়না রয়েছে। একটি সোনার বারের ওজন এক কেজি। এ ছাড়া ১০০ গ্রাম ওজনের ৩৮টি বার রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here