তানোরে সালিশী বৈঠকে সাবেক মেম্বারকে কান ধরে উঠ-বস

0
199

Tanore Chor  Photo 16.06.2016

রাজশাহীর তানোরে মসজিদের নামে সাহায্য আদায়ে গিয়ে চুরির দায়ে সাবেক এক মেম্বার ও তার ছেলেকে গণধোলাই শেষে কান ধরে উঠ-বস করানো হয়েছে। মঙ্গলবার সকালে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সালিশী বৈঠকে কঠোর গোপনীয়তার মাধ্যমে তাদেরকে এ শাস্তি দেওয়া হয়। তবে বিষয়টি স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ছবিসহ প্রকাশ পেলে আলোড়ন সৃষ্টির পাশাপাশি ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার তালন্দ ইউপির সাবেক মেম্বার নারায়নপুর গ্রামের বাসিন্দা ওসমান আলী ও তার ছেলে মতিউর রহমান প্রতিদিনের ন্যায় মসজিদের নামে সাহায্য আদায় করতে মঙ্গলবার সকালে বের হন। এঅবস্থায় উপজেলার কাঁমারগা ইউপির পাড়িশো গ্রামে গিয়ে মসজিদের নামে টাকা ও ধান চান। এসময় ওই গ্রামের শফু মন্ডলের বাড়িতে সাহায্য আদায়ের নামে ঢুকেন কিন্তু বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির তালাবাসুন ও ঘরে ঢুকে মোবাইল চুরি করার সময় হাতে-নাতে গ্রামবাসীর কাছে ধরা পড়েন তারা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে পরদিন সকালে সালিশ বৈঠক বসে। সালিশে তারা চুরির ঘটনা স্বীকার করায় চর-থাপ্পর শেষে ১০ বার কান ধরে উঠ-বস করানোর পর তাদের ছেড়ে দেয়া হয়।

এনিয়ে কামারগাঁ ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন জানান, ঘটনাটি জানার পর তিনি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ আসার আগেই স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে ছেড়ে দেবার ব্যবস্থা করে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করার কথা বললে তার স্ত্রী কান্নকাটি শুরু করে। ফলে স্থানীয় লোকজনের চাপে তাকে কান ধরে উঠ-বস করিয়ে ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সামশুল হক জানান, স্থানীয় লোকজন ও চেয়ারম্যান পুলিশ যাবার আগেই চোরের বিচার শেষ করেছেন। একারণে তিনি চেয়ারম্যানের সম্মান রক্ষার্থে আটক চোরদের ছেড়ে দেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here