আইসিসিকে চ্যালেঞ্জ করল যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড

0
0

আইসিসিকে চ্যালেঞ্জ করল যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডআগামী জুলাই মাসের ২৮ থেকে ৩১ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এটির অনুমোদনও দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রিকেট এসোসিয়েশন এই ম্যাচ বাতিল করতে বলেছে। তাদের দাবি সিপিএল ও লাউডারহিলের ব্রোওয়ার্ড কাউন্টি এই ম্যাচ আয়োজনের জন্য যথাযথভাবে অনুমোদন নেয়নি।২০১৫ সালে যুক্তরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশনের সদস্যপদ স্থগিত করে আইসিসি। তাই অনুমোদন দেয়ার জন্য তাদের কোনো এখতিয়ার নাই বলে জানিয়েছেন আইসিসির গ্লোবাল ডেভেলপমেন্ট কার্যক্রমের প্রধান টিম অ্যান্ডারসন।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ডেভ ক্যামেরুন ও লাইডারহিলের কর্মকর্তাকে এক চিঠিতে অ্যান্ডারসন লিখেছেন, ফ্লোরিডায় এই ম্যাচ আয়োজনের জন্য যে আইসিসির নিয়মানুযায়ী যে পন্থা অবলম্বন করতে হবে সিপিএল কর্তৃপক্ষ তা করেছে। ফলে এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন।

তিনি আরো লেখেন, ‘যুক্তরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশনের সদস্যপদ বর্তমানে স্থগিত করে রেখেছে আইসিসি। এজন্য যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ম্যাচ আয়জনের জন্য তাদের অনুমোদন দেয়ার কোনো অধিকার নেই।ব্রোওয়ার্ড কাউন্টি পার্কসের ম্যানেজার ডানকান ফিঞ্জকে ই-মেইলে যুক্তরাষ্ট্রের এসোসিয়েশনের আইনগত প্রতিনিধি ও সাবেক নির্বাহী সম্পাদক কেনউইন উইলিয়ামস জানান যে ফ্লোরিডায় ম্যাচ আয়োজনের জন্য সিপিএল কর্মকর্তারা নিয়ম অনুসরণ করেননি। এরপর এটি নিয়ে বিভ্রান্তি ছড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here