মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার হোয়াইট হাউসে দালাইলামার সঙ্গে সাক্ষাত করবেন। এতে চীন বিক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ বেইজিং নির্বাসিত তিব্বতীয় আধ্যাত্মিক এ নেতাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে থাকে। ওবামার প্রাত্যহিক সরকারি কর্মসূচি থেকে জানা যায়, এ দুই নেতা স্থানীয় সময় সকাল ১০ টা ১৫ মিনিটে ম্যাপ রুমে রুদ্ধদ্বার বৈঠক করবেন। তারা এর আগেও কয়েকবার সাক্ষাত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সাধারণত ওভাল অফিসে সাক্ষাত করে থাকেন। এর আগেও চীনের সাথে সম্পর্কের ঝুঁকি এড়াতে ওভাল অফিসের বাইরে দালাইলামার সঙ্গে আগের অনেক প্রেসিডেন্ট সাক্ষাত করেন।