সন্ত্রাস-জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্সে: প্রধানমন্ত্রী

0
0

15-06-16-PM_Parliament-7

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিশ্ব নেতৃবৃন্দ সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বাংলাদেশের ভূমিকা ও সফলতার প্রশংসা করেছেন।তিনি বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে আরো বলেন, সম্প্রতি জাপানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় তারা সন্ত্রাস দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন।শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এখন এমন একটি বিষয় যা আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক যে কোন আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক আলোচনায় এজেন্ডার বাইরেও চলে আসে। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের যে কঠোর ও জিরো টলারেন্স অবস্থান রয়েছে তা বিশ্ব নেতৃবৃন্দ জানে। সম্প্রতি অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সন্ত্রাসবাদ বিষয়ে আনুষ্ঠানিক কোন আলোচনা না হলেও বিশ্ব নেতৃবৃন্দের সাথে বিভিন্ন অনানুষ্ঠানিক আলোচনায় বিশ্বের যেকোন দেশের সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সহযোগিতা করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসবাদ দমন করা সম্ভব।

সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ায়ও বিস্তৃতি লাভ করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য হুমকিস্বরূপ। এরূপ বাস্তবতায় নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়াকে একটি শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলো একসঙ্গে কাজ করতে পারে।শেখ হাসিনা বলেন, ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কোলকাতায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেয়া রাষ্ট্রীয় ভোজসভায় জাতির জনক বঙ্গবন্ধু তাঁর ভাষণে সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার জন্য আঞ্চলিক কূটনীতির যে ধারণা তুলে ধরেন, তাতে দক্ষিণ এশিয়াকে একটি দারিদ্রমুক্ত শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে।

তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক এটি আমার আন্তরিক প্রত্যাশা। আমরা চাই প্রতিবেশীদের মধ্যে নিষ্ফল সংঘাতমূলক বৈরিতার চির অবসান হোক। আমাদের জাতীয় সম্পদ লক্ষ্যহীনভাবে অপচয় না করে বরং আমাদের জনগণের জীবন যাত্রার মানোন্নয়নে তা ব্যবহৃত হোক। নিশ্চিতভাবে বলতে পারি যে, দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে পাশাপাশি বসবাস করার ক্ষেত্রে আমরা সবার সঙ্গে সহযোগিতা করবো।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযদ্ধের মূল চেতনা ছিল ক্ষুধা, দারিদ্র, শোষণ ও বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়া। মুক্তিযুদ্ধের এ চেতনার বিস্তৃতি ঘটিয়ে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়াকেও একটি দারিদ্রমুক্ত, শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফার্স্ট ট্র্যাক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বর্তমান সরকার ১০টি মেগা প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে।তিনি সংসদে প্রধানমন্ত্রীর জন্যে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে আরো বলেন, এই প্রকল্পগুলো আমি নিজে মনিটরিং করছি। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হলো- পদ্মা বহুমুখী সেতু প্রকল্প; রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন; রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট; মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট; ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (মেট্রোরেল); এলএনজি টার্মিনাল নির্মাণ, মহেশখালী, কক্সবাজার; সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর; পায়রা গভীর সমুদ্র বন্দর; পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প ও দোহাজারী থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ।

শেখ হাসিনা বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। মূল সেতু এবং নদীশাসন কাজের মোবিলাইজেশন কাজ চলমান রয়েছে। জাজিরা প্রান্তে এপ্রোচ রোডের কাজ ৭৩ শতাংশ, মাওয়া প্রান্তে এপ্রোচ রোডের কাজ ৯০ শতাংশ, সার্ভিস এরিয়া (২) ৯১ শতাংশ, মূল সেতু নির্মাণ কাজের ২৩ শতাংশ অগ্রগতি সম্পন্ন হয়েছে এবং নদীশাসন নির্মাণ কাজের অগ্রগতি ২০ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্পটির ৩৩ শতাংশ সার্বিক অগ্রগতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ¯’াপন প্রকল্পটি রাশিয়ান সরকারের অর্থায়নে ৫ হাজার ৮৭ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য ৪টি চুক্তির মধ্যে এ প্রকল্পের ১ম ও ২য় চুক্তির কাজ শতভাগ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দেশের মহাসড়ক নেটওয়ার্ক উন্নয়নের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।তিনি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্যে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।তিনি বলেন, মহাসড়ক নেটওয়ার্ক বর্তমানে পূর্বের যে কোন সময়ের তুলনায় উন্নততর। পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার, ভুটান ও নেপালের সাথে মহাসড়কপথে যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ নিম্নোক্ত আন্তঃদেশীয়, আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক মহাসড়ক নেটওয়ার্ক উদ্যোগসমূহের সাথে সম্পৃক্ত।এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন (এসএএসইসি) করিডোর, বাংলাদেশ চীন ইন্ডিয়া মায়ানমার ইকোনমিক করিডোর (বিসিআইএমইসি), সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (এসএএআরসি) করিডোর, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিআইএমএসটিইসি) করিডোর, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এ্যান্ড নেপাল (বিবিআইএন) মোটর ভেহিকলস এগ্রিমেন্ট (এমভিএ)।

তিনি বলেন, ভারতের মেঘালয় প্রদেশের সাথে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক-এর সংযোগ রয়েছে। নেটওয়ার্কটি এএইচ-১ নামে পরিচিত। নেটওয়ার্কটি বাংলাদেশের সিলেট জেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় প্রদেশের জৈন্তা হিলস জেলার ডাউকি সীমান্তে সংযুক্ত হয়েছে। এ করিডোরটি ব্যবহার করে ভারতে নাগাল্যান্ড, মরিপুর, আসাম ও মেঘালয় এ যাওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি অঞ্চলেই পর্যায়ক্রমে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করা হবে। ধীরে ধীরে এর পরিধি বৃদ্ধির পরিকল্পনাও সরকারের রয়েছে।তিনি সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব হবে, যখন নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা যাবে। এসময় তিনি বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে বলেন, বঙ্গবন্ধু বলতেন, একজন নারী যদি দশটা টাকা আয় করতে পারে, এই টাকা যদি তার আঁচলে থাকে তাহলে সমাজে তার গুরুত্ব বাড়ে। বঙ্গবন্ধুর চিন্তা-ভাবনা থেকে আমি একটি বাড়ি একটি খামার প্রকল্পের ধারণা পেয়েছি।তিনি বলেন, গ্রামের পরিববারগুলোকে স্বাবলম্বী করতে এ প্রকল্প নেয়া হয়েছে। সেই সঙ্গে জলাভূমির ব্যবহার, অব্যবহৃত জমি চাষ এবং উৎপাদনের আওতায় এনে কৃষকদের পণ্য বাজারজাতকরণের জন্যই এ প্রকল্প। যেখানে যেখানে এ প্রকল্প বাস্তবায়ন হয়েছে, সেখানে ভাল ফল এসেছে। দীর্ঘ মেয়াদী কর্মসংস্থান ও আর্থ সামাজিক উন্নয়নই এই প্রকল্পের লক্ষ্য।

সরকারি দলের হুইপ শহিদুজ্জামান সরকারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সৌদি আরব সফর অত্যন্ত সফল হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যে সম্মান আমরা পাচ্ছি সেটি আমার একার নয়, এটি এ দেশের জনগণের সন্মান। আমি এদেশের মানুষের কল্যাণে কাজ করছি। আর এই কাজের মূল্যায়ন বিশ্ব নেতারা করেছেন। এজন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই। তারা ভোট দিয়ে নির্বাচন করেছে বলেই আমি এ কাজ করতে পারছি। আমি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সরকারি দলের সদস্য বজলুল হক হারুনের অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, গত ২০১৪-১৫ অর্থবছরে দেশে ৩ কোটি ৪৭ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছিল।তিনি বলেন, দেশের অর্থনীতি ও জিডিপিতে কৃষি খাতে বিশাল অবদানকে অব্যাহত আরও এগিয়ে নেয়ার প্রয়াসে বর্তমান কৃষি বান্ধব সরকার নিম্নবর্ণিত পদক্ষেপসমূহ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। কৃষি যান্ত্রিকীকরণে বর্তমানে ৩০ শতাংশ উন্নয়ন সহায়তা মূল্যে কৃষি যন্ত্রপাতি কৃষক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে। উপযুক্ত সেচ কার্যক্রম গ্রহণে কৃষকদেরকে উৎসাহিতকরণ। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দ্বারা সেচ প্রদানে স্মার্ট কার্ড প্রচলন করা হয়েছে।শেখ হাসিনা বলেন, বিভিন্ন কৃষি উপকরণে উন্নয়ন সহায়তা প্রদান, কৃষকদের মাঝে ২ কোটি ২৬ হাজার কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ ও দশ টাকার বিনিময়ে ১ কোটি ১১ লাখ ৯০ হাজার কৃষককে ব্যাংক একাউন্ট খোলার কার্যক্রম চালু রেখে কৃষকের ক্ষমতায়ন নিশ্চিত করার প্রয়াস অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here