তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রশ্রয় দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সঙ্গে প্রতারণা করা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।গত ১৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে জাসদকে একটি ‘হঠকারী’ সংগঠন হিসেবে আখ্যা দিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বঙ্গবন্ধুর হত্যার জন্য ইনুর দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে দায়ী করেন। এরপরই এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা, প্রতিবাদ জানায় জাসদ। আক্রমণে নেমেছে জাতীয় পার্টি,এবার মুখ খুললো বিএনপিও।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইনুদের মতো কিছু মানুষ যারা দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাদের কারণেই আরও বেশি রক্ত ঝরেছে। অথচ প্রধানমন্ত্রী সেই হাসানুল হক ইনুকে (তথ্যমন্ত্রী) আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। আমার মনে হয়, তথ্যমন্ত্রী ইনুকে প্রধানমন্ত্রীর প্রশ্রয় দেয়ার অর্থই হচ্ছে, তার পিতার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) রক্তের সঙ্গে প্রতারণা করার শামিল।’ ইনুকে ‘পঞ্চমবাহিনীর লোক’ বলেও আখ্যা দেন রিজভী।রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা যদি বায়াত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত হাসানুল ইনুর কর্মকা-গুলো বিশ্লেষণ করি, তাহলে আজকে এই যে জঙ্গিবাদের উত্থান এর সংজ্ঞা ইনুর কর্মকা-ের মধ্যেই খুঁজে পাওয়া যাবে। আজকে যে উগ্রবাদ-জঙ্গিবাদ, এসব ইনুর কর্মকান্ডেরই প্রতিধ্বনি।তিনটি প্রসঙ্গ টেনে ইনুর বিচারও দাবি করেন তিনি। প্রথমত বাহাত্তর থেকে পঁচাত্তর সালের কোনো এক সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন ঘেরাওয়ের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎ করে ইনুর নেতৃত্বে জাসদের কিছু লোক নিরাপত্তা বাহিনীর দিকে গুলি ছোঁড়েন। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছুড়লে জাসদের অসংখ্য নেতাকর্মীকে প্রাণ দিতে হয়। আর তাদেরকে প্রাণ দিতে হয় ইনুর কারণেই।
দ্বিতীয়ত, আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। এই বাহিনীকে অস্থিতিশীল করতে তখন লিফলেট ছাড়নো এবং নানাবিধ স্লোগান দেয়া হয়। এভাবে একটা ভয়ঙ্কর ঘটনার সৃষ্টি করা হয়।তৃতীয়ত, ভারতীয় হাইকমিশনে আক্রমণ। এটি ইনুর মাস্টারপ্লানের অংশ ছিল। অথচ আমাদের দেশে একটি কূটনৈতিক মিশনের নিরাপত্তা বিধানের দায়িত্ব হচ্ছে আইনপ্রয়োগকারী সংস্থা ও দেশের জনগণের। সেখানে দেশের যদি একটি রাজনৈতিক দল সেই কূটনৈতিক প্রতিষ্ঠানের ওপর হামলা করতে যায়, তাহলে আগ্রাসনকে ত্বরান্বিত করা হয়। এটি একটি ভয়ঙ্কর রাষ্ট্রদ্রোহী কাজ।রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলেছেন সেটা তাদের দলের নেতাকর্মীদের মনের আকাক্সক্ষার প্রতিফলন। স্বাধীনতা-উত্তর সারা দেশে যে হত্যালীলা-ধ্বংসযজ্ঞ চলেছে সেখানে জাসদের একটি অংশের ভূমিকা রয়েছে।
ফাইল ফটো
জঙ্গি দমনের নামে সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে অসহায় সাধারণ মানুষদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।একই সঙ্গে ঈদের আগ মুহূর্তে পুলিশের গ্রেফতার বাণিজ্যকে আরও রমরমা করার জন্যই এই গণ গ্রেফতার চালানো হচ্ছে বলে দাবি দলটির।তিনি বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্রকেই ঘৃণা করেন না, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি দেশব্যাপী জঙ্গিবাদের পরিচর্যা করেন। সেজন্যই জঙ্গিদের গ্রেফতার না করে সাধারণ মানুষ ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে বিএনপির নেতা-কমীকে গ্রেফতার করা হচ্ছে।এখন দেশব্যাপী জঙ্গিদের নির্দয় হত্যালীলা চলছে বলেও অভিযোগ করেন রিজভী।তিনি বলেন, তারা (জঙ্গি) অবাধে দেশের সর্বত্র চলাচল করছে। শেখ হাসিনা সরকারের আমলেই এদেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছে। আর এখনও নিরাপদে আছে জঙ্গিরা।দেশব্যাপী সাঁড়াশি অভিযানের নামে গণগ্রেফতার এবং বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যা মূলতঃ মানুষের মনে জঙ্গিবাদ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা, প্রকৃত অপরাধীকে ধরা নয়।রুহুল কবির রিজভী বলেন, একটি জনসমর্থনহীন সরকার বৈধতা ও জনভীতিতে ভুগে। সেজন্য নিজেদের টিকিয়ে রাখতে কোনোভাবেই গণতান্ত্রিক সৌজন্যতার তোয়াক্কা করে না। সেভাবেই কর্মকা- চালাচ্ছে আওয়ামী লীগ।
বিশেষ অভিযানের নামে এই গণ গ্রেফতার দেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।রিজভী বলেন, দেশ-বিদেশের মানুষকে বিভ্রান্ত করাই এই সরকারের মূল উদ্দেশ্য। এজন্য পরিকল্পিতভাবে এই গণ গ্রেফতার চলছে।সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এ সাঁড়াশি অভিযানে প্রকৃত জঙ্গিরা ধরা পড়ছে কিনা তা নিয়েও জনমনে চলছে জল্পনা-কল্পনা।অভিযানে বিএনপি নেতা-কর্মীসহ প্রায় সাড়ে ১২ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে দাবি করে তিনি বলেন, পুলিশ দেড়’শর কাছাকাছি সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার করেছে বললেও প্রকৃত অপরাধীদের ধরতে পেরেছে কিনা তার কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি।এরমধ্যে শুধু বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর সংখ্যাই প্রায় আড়াই হাজারের বেশি,’ দাবি করেন এই বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাধারণ সম্পাদক তপন কুমার বসু (মিন্টু) প্রমুখ।