ভারতের জোধপুরে মিগ-২৭ বিধ্বস্ত

0
0

IAF mig-27 crashed

ভারতের জোধপুরের এক আবাসিক এলাকায় আজ আইএএফ’র একটি মিগ-২৭ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে।এসএইচও বাসনি থানার রাজেশ যাদব বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বিমানটি মহাবীর নগরের একটি বাড়ির কাছের খোলা এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানটির পাইলট এ সময় একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। তিনি বিমানের কারিগরি সমস্যা সম্পর্কে অবহিত করেন এবং জরুরি অবতরণের চেষ্টা চালান।আইএএফ জানায়, বিমানের ইঞ্জিন অবতরণে ব্যর্থ হলেও তিনি চলন্ত অবস্থাতেই আকাশ থেকে প্যারাশুটের সাহায্যে বেরিয়ে আসতে সক্ষম হন।দুর্ঘটনার পর নিরাপত্তা কর্মী গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে।জোধপুর (পশ্চিম) এর এসিপি সিমা হিঙ্গোনিয়া বলেন, এই ঘটনায় বিমানটি যে বাড়ির পাশে বিধ্বস্ত হয়েছে তার একটি অংশের ক্ষতি হয়েছে।আদালত থেকে এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাতে নির্দেশ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here