মংলায় ভারী বর্ষনে নি¤œাঞ্চল ও চিংড়ি ঘের প্লাবিত: বন্দরে ৩ নম্বর সতর্কতা

0
310

মংলায় ভারী বর্ষনে নি¤œাঞ্চল ও চিংড়ি ঘের প্লাবিত

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়া অব্যাহত থাকায় রবিবারও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এর প্রভাবে রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা ৬ ঘন্টা বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ বন্ধ ছিল বলে জানায় বন্দরের হারবার বিভাগ।

এছাড়া ভারী বর্ষনে মংলা শহর ও শহরতলীর নি¤œাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে ভেসে গেছে প্রায় শতাধিক ঘেরের চিংড়ি মাছ। এদিকে মেঘমালার প্রভাবে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদের উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here