পুলিশের মনোবল দুর্বল হবে না,শক্ত হাতে জঙ্গিবাদ নির্মূল : আইজিপি

0
246

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক

জনগণকে সাথে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, শক্ত হাতে জঙ্গিবাদ নির্মূল করবো।রোববার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিএমপি এ সুধী সমাবেশের আয়োজন করে। সম্প্রতি জঙ্গিবাদবিরোধী অভিযানে সাহসিকতার পরিচয় দেওয়া পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যাকাণ্ডের দিকে ইংগিত করে তিনি বলেন, পুলিশের মনোবল দুর্বল করে ফায়দা লোটার সুযোগ দেওয়া হবে না। পুলিশের মনোবল কখনোই দুর্বল হবে না।পেট্রোলবোমা মেরে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল তারা ব্যর্থ হয়ে চট্টগ্রামে পুলিশ কর্মকতা বাবুল আক্তারের স্ত্রীসহ সারাদেশে গুপ্তহত্যা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।

আইজিপি বলেন, অতীতে পেট্রোল বোমা মেরে যারা ক্ষমতায় যেতে চেয়ে ব্যর্থ হয়েছিল তারাই এখন গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারাই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ নয় বলে বিদেশে প্রচার করছে। আবার তাদের নির্দেশেই দেশে সংখ্যালঘু লোক খুন হচ্ছে। এরকমই একজন লোক আপনাদের এলাকার আসলাম চৌধুরী। তিনি ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন। সেদেশের রাজনৈতিক দল লিকুদ পার্টির নেতা সাফাদির সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাবুল আক্তারের স্ত্রী হত্যায়ও দেশি বিদেশি ষড়যন্ত্র জড়িত রয়েছে।

সারাদেশে জঙ্গিদের ধরতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে আইজিপি বলেন, জঙ্গি দমনে আপনারা পুলিশকে সহযোগিতা করুন। পুলিশের একার পক্ষে জঙ্গি নির্মূল করা সম্ভব নয়। যে কোনো মূল্যে এদের নির্মূল করা হবে। আপনারা যারা তথ্য দেবেন সেটি খুবই গোপনীয়তা রক্ষা করা হবে। এসব জঙ্গিরা সংখ্যায় খুবই কম, তাদের কাছে আমরা হারতে পারিনা, হারব না। শক্ত হাতেই জঙ্গি দমন করা হবে।তিনি বলেন, গত ১০ জুন থেকে আমরা দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছি। বেশ কিছু আসামি গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কিছু কিছু পত্রপত্রিকা এটাকে নেতিবাচকভাবে দেখছে। পুলিশ কাজ করলেও সমস্যা, না করলেও সমস্যা। পুলিশের কাজ কোনটাই তাদের ভাল লাগেনা। নীরবে কাজ করলে বলে পুলিশ কোন কাজই করেনা। পুলিশ ব্যর্থ, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, আইনশৃঙ্খলা বাহিনীর কোন জবাবদিহিতা নাই। পুলিশ যখন সরবে কাজ করে তখন বলে ঢাকঢোল পিটিয়ে কাজ করছে। এগুলো আসল কাজ করার জন্য করছে না। তাহলে আমরা যাব কোথায় ?

কাজের কৌশল নিয়ে বলতে গিয়ে আইজিপি বলেন, আপনারা যদি ধরে নেন আমরা কাজ করছিনা সেটি ঠিক নয়। আমার কথা হল, পুলিশ তো বিভিন্ন কৌশলে কাজ করবে। প্রকাশ্যে করবে, গোপনে করবে, নানাভাবে করবে। এগুলো পুলিশের কর্মকৌশল।

গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ সম্পর্কে আইজিপি বলেন,যদি কোনও নিরাপরাধ লোককে গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে জানাবেন। আমি কিংবা আমার পুলিশ বাহিনী এর দায়ভার নেব না। যে এই কাজ করবে তাকেই এর দায়ভার নিতে হবে। আমি অবশ্যই ব্যবস্থা নেব।উক্ত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রহুল আমিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান, বিজিএমইএর প্রথম সহ সভাপতি মঈনউদ্দিন আহমেদ মিন্টু, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, স্বাচিপ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here