ফের আকাশে উড়লো সৌরবিদ্যুৎচালিত সেই প্লেনটি

0
0

solar-impulse-2বহুল আলোচিত সৌরবিদ্যুৎচালিত সেই ‘সোলার ইমপালস ২’ নামে প্লেনটি ফের যুক্তরাষ্ট্রের আকাশে উড়েছে। এর আগে প্লেনটি ফুয়েলহীন শুধু সৌরবিদ্যুতের মাধ্যমে ১৭ ঘণ্টা আকাশে উড়ে বিশ্ব রেকর্ড করে। শুক্রবার (১০ জুন) দেশটির পেনসিলভানিয়া থেকে উড়ে নিউইয়র্কের কেনডি বিমানবন্দরে অবতরণ করে বলে শনিবার (১১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

‘সোলার ইমপালস ২’ প্লেনটি দেশটির স্বাধীনতার স্মৃতি ভাস্কর্য ‘স্টাচু অব লিবার্টি’র ওপর দিয়ে উড়ে তিন ঘণ্টা মহাকাশে ভেসে বিমানবন্দরটিতে অবতরণ করে। সুইজারল্যান্ডের পাইলট অ্যান্দ্রে বর্সবার্গ প্লেনটির এবারের উড্ডয়ন ও সফল অবতরণের কাজ করেন। বিভিন্নভাবে প্লেনটির পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। অদূর ভবিষ্যতে বাণিজ্যিকভাবে প্লেনটি চালু হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কোনো ফুয়েল ব্যবহার না করে শুধু নবায়নযোগ্য জ্বালানি (সৌর বিদ্যুৎ) কাজে লাগিয়ে এর আগে ২০১৫ সালের মার্চ মাসে প্রথমবারের আকাশে উড়েছিলো ওই প্লেন।

solar impulse2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here