বগুড়ার শেরপুর থেকে পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) জিহাদী বই সহ সাগর আহম্মেদ রনি(৩৫) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। জঙ্গীদের বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারের পর তাকে জেল হাজতে পাঠান হয়।
পিবিআই জানিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে শেরপুর উপজেলার বাগানবাড়ি এলাকায় অভিযান চালান হয়। কয়েক জন জঙ্গী সেখানে বৈঠক করছিলো। সেখান থেকে পুলিশ রাজশাহীর মতিহার থানার উত্তর দাশমারি এলাকার সাগর আহম্মেদকে গ্রেফতার করে।সাগর ওই বাড়িটির একটি ঘর প্রায় ২ মাস আগে ভাড়া নিয়েছিলো। মাঝে মাঝেই সেখানে জঙ্গীদের বৈঠক হতো। গ্রেফতারকৃত জঙ্গী সাগরের পরিবারের বেশির ভাগ সদস্যই জেএমবি’র সঙ্গে জড়িত। তার বড় ভাই মামুনের ঝালকাঠির বিচারক হত্যা মামলায় ফাঁসি হয়। তার ভগ্নিপতি মুজাহিদ রাবি শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় সংশ্লিতা রয়েছে বলে পুলিশ সুত্র জানায়। মুজাহিদের বাড়ি বগুড়া শাজাহানপুর উপজেলায়। সে বগুড়ার শেরপুরে বোমা তৈরীর সময় নিহত জেএমবি’র সামরিক শাখার চট্টগ্রাম অঞ্চলের প্রধান ফারদিনের আত্মীয়। পিবিআই জানায় শেরপুর থেকে জেএমবি সদস্য সাগরকে গ্রেফতারের সময় ২১টি জিাহাদী বই পাওয়া যায়।এব্যপারে শেরপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। পিবিআই বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আকাতার হোসেন জানিয়েছেন গ্রেফতারকৃত সাগরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হচ্ছে।