দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গণগ্রেপ্তার

0
256

Arrest-Doinikbarta

জঙ্গি দমনে দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান শুরুর পর প্রথম ছয় ঘণ্টায় বিভিন্ন জেলা থেকে কয়েকশ ব্যক্তিকে আটকের খবর এসেছে, যাদের মধ্যে জামায়াত-শিবিরের কর্মীদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিরাও রয়েছেন। পুলিশ সদরদপ্তর বলছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান আগামী সাত দিন চলবে। চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এক বৈঠকে এই সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।এর অংশ হিসেবে রাজধানী ঢাকাতেও রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি জোরদার করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সকাল থেকে অনেককে আটকের কথা জানালেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলেননি।স্থানীয় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের জেলা প্রতিনিধিরাও এ অভিযানের খবর জানিয়েছেন।

সাতক্ষীরা: দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরায় জামায়াতের কর্মীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার ভোর পাঁচটার মধ্যে সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়।সাতক্ষীরা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) কুমকুম বেগম বলেন, সদর থানায় ১০ জন, কলারোয়ায় সাতজন, দেবহাটায় পাঁচজন, শ্যামনগরে পাঁচজন, তালায় দুজন, কালীগঞ্জে দুজন, আশাশুনিতে দুজন ও পাটকেলঘাটায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।কুমকুম বেগম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জামায়াতে ইসলামীর দুজন কর্মী রয়েছেন। অন্যদের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছে পুলিশ। চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাসহ সাম্প্রতিক হত্যাকা-গুলো নিয়ে গতকাল পুলিশ সদর দপ্তরে দীর্ঘ বৈঠকের পর এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেনী:ফেনীতে বিশেষ অভিযানে ৩১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জেলা পুলিশের নিয়ন্ত্রন কক্ষ সূত্রে জানা গেছে, নাশকতা, সাজাপ্রাপ্ত, পলাতক, ছিনতাই, মাদক ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামী ও অপরাধীদের ধরতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালায়। এসময় ফেনী সদর থানায় ৬ জন, ছাগলনাইয়ায় ৭ জন, দাগনভূঞায় ২ জন, সোন্গাাজীতে ১৪ জন, ফুলগাজী ১ জন ও পরশুরাম থানায় ১ জনসহ মোট ৩১ জনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন থানায় থাকায় এরিপোর্ট লিখা পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শুক্রবার থেকে আগামী সাত দিন পর্যন্ত সাঁড়াশি অভিযান ঘোষণা দিয়েছে পুলিশ। চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাসহ সাম্প্রতিক হত্যাকান্ডগুলো নিয়ে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে দীর্ঘ বৈঠকের পর এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

‪পাইকগাছা‬ (খুলনা) সারাদেশের ন্যায় খুলনার পাইকগাছায় পুলিশ ও র‌্যাবের যৌথ সাড়াশি অভিযানে ৮জন আটক হয়েছে। অভিযান চলাকালীন সময়েও চলছে দুর্ধর্ষ চুরির ঘটনা। থানা পুলিশকে ফাকি দিয়ে চোরেরা তাদের কার্য সিদ্ধি করছে। শুক্রবার দিবাগত রাতে এমনই একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে উপজেলার গোপালপুর গ্রামে।থানাসূত্রে‬ জানাযায়- পুলিশের বিশেষ সাড়াশি অভিযানে গাজা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ ব্যক্তিকে আটক করা হয়েছে। ওসি আশরাফ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের সাড়াশি অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতের পর অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাজাসহ পৌরসভার সরল গ্রামের রমাকান্ত শীলের ছেলে তপন শীল (৪০), জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী রাড়–লী গ্রামের মানিক গাজীর ছেলে মোকাম গাজী, বিরাশী গ্রামের মাহাতাব সরদারের স্ত্রী শরিফা বেগম, শিলেমানপুর গ্রামের নূরুল গাজীর ছেলে জিল্লুর রহমান ও বিল্লাল গাজী, শ্রীকন্ঠপুর গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে হোসেন আলী ও সিআর মামলার ২ আসামীসহ ৮ ব্যক্তিকে আটক করে। সাড়াশি অভিযানের অংশ হিসাবে এ সকল আসামীদের আটক করা হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানিয়েছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আকবর আলী জানান, অভিযানে শুক্রবার দুপুর পর্যন্ত জামায়াতে ইসলামীর চারজনসহ মোট ২৭ জনকে আটক করা হয়েছে।জামায়াতে ইসলামীর চারজনকে আটক করা হয় মহেশপুর উপজেলা থেকে। অন্যরা বিভিন্ন মামলার পলাতক আসামি বলে জানান পুলিশ সুপার।দিনাজপুর :দিনাজপুরের পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল মোশাররফ হোসেন জানান, জেলার ১৩ উপজেলা থেকে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ১০০ জনকে আটক করা হয়েছে দুপুর পর্যন্ত।জামায়াত-শিবিরের দুই কর্মী ছাড়া অন্যরা বিভিন্ন মামলার আসামি বলে তিনি জানান।

কুষ্টিয়া: অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, শুক্রবার দুপুর পর্যন্ত জেলার সাত থানা থেকে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীসহ মোট ৬৭ জনকে তারা আটক করেছেন।রাজশাহী: রাজশাহীতে আটক হয়েছেন ৩৪ জন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের আটক করা হয়।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, নগরীতে মোট ৩১ জন আটক হয়েছে। তাদের মধ্যে ১৫ জন বিভিন্ন মামলার আসামি। অপর ১৬ জন মাদক বিক্রেতা ও মাদকসেবী।বিশেষ অভিযানের প্রথম দিনে জঙ্গি সংশ্লিষ্ট কাউকে রাজশাহীতে পাওয়া যায়নি বলে জানান তিনি।রাজশাহীর অতিরিক্তি পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, দুর্গাপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামি ও পুঠিয়ায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছেন তারা।

মাগুরা : মাগুরায় আটক হয়েছেন ২৪ জন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করে পুলিশ।পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, জেলার চার উপজেলা থেকে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বিভিন্ন মামলার আসামি।

টাঙ্গাইল : পুলিশ সুপারের দায়িত্বে থাকা সালেহ মোহাম্মদ তানভীর বলেন, জেলার ১২টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযানের প্রথম দিন দুপুর পর্যন্ত ৬৮ জনকে আটক করেছে পুলিশ।তাদের মধ্যে বিভিন্ন মামলার আসামিও রয়েছেন বলে জানান তিনি।সিলেট :সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে মোট ৬১ জনকে আটক করার খবর জানিয়েছেন পুলিশ।জেলা পুলিশের এএসপি ( মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, জেলার বিভিন্ন স্থান থেকে তারা ৫১ জনকে আটক করেছেন, যারা বিভিন্ন মামলার আসামি।আর মহানগর এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে বলে নগর পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উলল্লাহ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here