কুয়াকাটা জোনের জামায়াত সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমানসহ কলাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক এমবি কলেজ শিক্ষক আব্দুল খালেক ফারুকী গ্রেফতারের প্রায় এক মাস পরও তাদের নারী সংগঠকসহ অন্যান্য সহযোগীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদের সঙ্গে কোন জঙ্গী সংগঠনের সম্পৃক্ততা থাকতে পারে বলেও ধারনা করা হচ্ছে। ১৪ মে প্রকাশ্য দিনের বেলা কুয়াকাটার আজিমপুর গ্রামে জামায়াত নেতা মাওলানা নুরুল ইসলামের বাড়িতে বৈঠক চলাকালে পুলিশি অভিযানে এ দুই জন গ্রেফতার হয়।
এরা এখন জেল হাজতে রয়েছে। এঘটনায় পুলিশের এসআই মনিরুজ্জামান একটি মামলা করেছেন। চার নারীসহ ১২ জনকে আসামি করা হয়েছে। আদালতের নির্দেশে গ্রেফতারকৃত দুইজনকে ২৪ ঘন্টার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছে। কুয়াকাটা-কলাপাড়া এলাকায় এদের এখন অসংখ্য নারী কর্মী রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা নীরবে শিক্ষকতার পাশাপাশি দলীয় কার্যক্রমসহ সরকার বিরোধী প্রচারনা চালিয়ে যাচ্ছে। পুলিশ ওইসভায় অভিযানকালে রশিদ বই, রেজিস্টার খাতাসহ বিভিন্ন কাগজপত্র জব্ধ করেছে। ঘাপটি মেরে এরা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে শিক্ষকতা পর্যন্ত করে আসছে। মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের যুক্তিবিদ্যার শিক্ষক মিসেস জোবায়দা একজন জামায়াতের সক্রিয় নেতা। তিনিও ১৪ মে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। বঙ্গবন্ধু স্কুলের শিক্ষক মাওলানা মাইনুল ইসলাম এবং এই কলেজ শিক্ষকও পুলিশের দায়ের করা মামলার আসামি। তারা পলাতক রয়েছেন। শিক্ষক জোবায়দা মাওলানা দেলওয়ার হোসেন সাঈদির যুদ্ধাপরাধী মামলার রায়ের সময়ে তাকে চাঁদে দেখা গেছে এমন গুজব রটিয়েছেন। কলেজের অধ্যক্ষ কালিম মাহমুদ বিষয়টি স্বীকার করেছেন। বিষয়টি ওই কলেজের শিক্ষকরা অকপটে বলে বেড়ান। একাধিক নির্ভরযোগ্য সুত্রমতে কুয়াকাটা জোনের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান এদের দিকনির্দেশনা দিয়ে থাকেন। লিফলেট বিলি করা।
কোথায়-কখন জমায়েত হতে হবে। পরবর্তী করনীয় সব ঠিক করেন মাওলানা হাবিব। মূলতঃ কুয়াকাটা এলাকায় জামায়াতকে সংগঠিত করাই এর মূল কাজ। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইদ্রিস আলী জানিয়েছেন, মামলাটি অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছেন। তবে এ বৈঠকে পুলিশে হানার পরে নিশ্চিত হওয়া গেছে কুয়াকাটা-কলাপাড়ায় জামায়াত তাদের নারী-পুরুষ কর্মী-সমর্থকদের নিয়ে সংগঠিত হচ্ছে। জামায়াতের এ দুই শিক্ষক কিভাবে বঙ্গবন্ধুর নামে এবং মুক্তিযোদ্ধাদের নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন এনিয়ে বিভিন্ন কথাবার্তা আলোচিত হচ্ছে। কুয়াকাটাসহ কলাপাড়ায় সমুদ্রবন্দর, বিদ্যুতকেন্দ্রসহ চলছে জাতীয় উন্নয়ন। তাই এই অঞ্চলকে জামায়াতের শক্ত ঘাটিতে পরিণত করার মিশন নিয়েই তারা পুরুষ-নারী কর্মী সংগঠিত করার মধ্য দিয়ে নিয়ন্ত্রন করতে চাচ্ছে। কুয়াকাটা পৌরসভার নবনির্বাচিত মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জামায়াত নেতার মাধ্যমে যুদ্ধাপরাধী, যাদের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে তারা ছাড়াও হেভিওয়েট জামায়াত নেতারা কুয়াকাটায় বিপুল পরিমান জমিজমা কিনে রেখেছেন। ওই নেতার ব্যাংক হিসাব যাচাই-বাছাই করলেই অনেক কিছু বেরিয়ে আসবে বলে এই আওয়ামী লীগ নেতার দাবি। তাই গুরুত্বের সঙ্গে পুলিশ প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে। কলাপাড়া থানার ওসি জিএম শাহনেয়াজ জানান, জামায়াতিদের কার্যক্রম সম্পর্কে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।