ওয়ারফেইজের নতুন সদস্য পলাশ

0
0

ওয়ারফেইজ ব্যান্ডজনপ্রিয় ও ঐতিহ্যবাহী রক ব্যান্ড ওয়ারফেইজ। ৩০ বছর ধরে তারা সুরের জাদুতে মাতিয়ে চলেছে শ্রোতাদের। অস্থির সময় ও ভাঙনের সাক্ষী ওয়ারফেইজ। মান-অভিমানে কেউ কেউ দল ছেড়েছেন, এসেছেন নতুন কেউ। এভাবেই এগিয়ে চলেছে ওয়ারফেইজ। এবার দলটিতে যোগ দিয়েছেন পলাশ নূর। লিড ভোকালিস্ট হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।

ওয়ারফেইজের নতুন সদস্য পলাশ২০০৭ সালে রেডিও অ্যাক্টিভ ব্যান্ড নিয়ে ডি রকস্টার প্রতিযোগিতার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন রংপুরের সন্তান পলাশ। ওই প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হয় পাওয়ারসার্জ, কিন্তু সেরা ভোকালিস্ট হয়েছিলেন পলাশ। এরপর ব্যান্ড ও সলো ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়েন তিনি। রেডিও অ্যাকটিভ ছেড়ে পলাশ অ্যান্ড ফ্রেন্ডস (পিএনএফ) গড়েন। আবার ফিরে যান রেডিও অ্যাক্টিভে। শেষমেষ যোগ দিলেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজে।

ওয়ারফেইজে যোগ দেওয়ার অনুভূতি দারুণ উল্লেখ করে পলাশ জানান, নতুন পরিচিতি সবাই সুন্দরভাবে গ্রহণ করছেন। গান নিয়ে আরও চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত তিনি। এদিকে ওয়ারফেইজের ফেসবুক পাতায় পলাশের যোগ দেওয়ার বিষয়টি জানিয়ে বলা হয়েছে অচিরেই নতুন গান উপহার দিতে যাচ্ছে তারা। আর পাশাপাশি নতুন লাইন আপে মঞ্চ কাঁপাতেও প্রস্তুত। যথারীতি ভক্তদের সমর্থন আশা করছে ওয়ারফেইজ।

ওয়ারফেইজ ব্যান্ডের বর্তমান লাইন আপ:

শামস (কিবোর্ড), পলাশ নূর (লিড ভোকাল), ইব্রাহিম আহমেদ কমল (লিড গিটার), নাইম হক রজার (বেজ গিটার), সামির হাফিজ (গিটার) ও শেখ মনিরুল আলম টিপু (ড্রামস)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here