বিমান অবতরণে বিলম্বের ঘটনায় সংসদে ব্যাখা দাবি

0
0

02-06-16-PM_Finance Minister_Parliament-29
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে কেন বিলম্ব হলো মন্ত্রণালয়ের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী। বৃহস্পতিবার (০৯ জুন) সকালে জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ ব্যাখা চান। এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।

এর আগে মঙ্গলবার (০৭ জুন) সন্ধ্যায় সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের বিজি (০৩৬) ফ্লাইটে ঢাকার আকাশে পৌঁছান। সেদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ক্লিয়ারেন্স না পাওয়ায় ৩১ মিনিট আকাশে চক্কর দিতে হয়েছিল প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। কারণ নিয়ম‍ানুযায়ী এ ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণের আগে এসএসএফ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকেন। রানওয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে এসএসএফ সদস্যরা দেখতে পান সেখানে বেশ কিছু মেটালিক বস্তু পড়ে আছে। এসব বস্তু দেখে তারা আঁতকে ওঠেন। পরে এসএসএফ সদস্যদের তত্ত্বাবধানে এসব মেটালিক বস্তু সরিয়ে নেওয়ার পর ফ্লাইটটিকে অবতরণের সংকেত বার্তা পাঠান ককপিটে। তারপর রাত আটটার দিকে অবতরণ করে বিমানটি।

ওই দিনের ঘটনার প্রেক্ষিতে রুস্তম আলী ফরাজী বলেন, বাংলাদেশ বিমান দুর্বলতার পরিচয় দিয়েছে। সেদিন সেখানে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। প্রধানমন্ত্রীর সিকিউরিটি ফোর্সের এটা আগে থেকে দেখা উচিত ছিল। সিকিউরিটি ফোর্স কি করে? বিমান কতৃপক্ষ কি করেছে? বিমান মন্ত্রীকে এব্যাপারে সুস্পষ্টভাবে বলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ওমরাহ করে এসছেন। তার ওপর আল্লাহর রহমত আছে বলেই হয়তো কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্বতন্ত্র এ সংসদ সদস্য।

তিনি আরো বলেন, আজকে এটা কার জন্য ঘটেছে? অন্য বিমানে যারা চড়বে তাদের জন্যও কি হবে? সেখানে তো কোনো ধরনের নিরাপত্তা থাকবে না। আমাদের দেশে এই ধরনের অবস্থা কেন? বিশ্বের অন্য কোনো দেশে এই ধরনের একটি ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তদন্ত হয়ে রিপোর্ট হয়ে অ্যাকশন হত। কিন্তু আমাদের দেশে আজকে তিন দিন হয়ে গেলো এ ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা জানতে চাই। এ ধরনের ঘটনা কেন ঘটেছে। কারা সেখানে মেটাল রেখেছিল কি ধরনের বস্তু রেখেছিল এবং তার জন্য কারা দায়ী। দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না, সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে জানতে চাই।

এরপর অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ফরাজীর দৃষ্টি আকর্ষন করে বলেন, ‘ধন্যবাদ, মাননীয় সদস্য আপনি ঠিকই বিষয়টি অবতারণা করেছেন। তবে আপনি এও দেখেছেন এই বিষয়টি নিয়ে দুটি তদন্ত কমিটি হয়েছে এবং একটি তদন্ত কমিটি একজনকে ক্লোজড করেছে। সুতরাং অ্যাকশন হয়নি একথা আপনি বলতে পারেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here