সংসদে বক্তাসংকট,বাধ্য হয়ে অধিবেশন মুলতবি

0
0

সংসদে বক্তাসংকট,বাধ্য হয়ে অধিবেশন মুলতবিপ্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার প্রথম দিনেই বক্তার অভাবে আগেভাগে সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।বুধবার সকাল ১০টায় সংসদ অধিবেশন বসে সোয়া দুই ঘণ্টার মাথায় মুলতবি হয়ে যায়, যদিও আগের দিনই একই সময় শুরু হয়ে আরও প্রায় এক ঘণ্টা বেশি চলেছিল। বেলা সোয়া ১২টার দিকে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাজেট আলোচনার জন্য মোট ৪৫ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ ঘণ্টা বিরোধী দলের। বাকি সময়টা স্বতন্ত্র সংসদ সদস্যসহ সরকারি দলের।

কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে, বিরোধী দলের একজন সদস্যেরও নাম দেওয়া হয়নি। সরকারি দলের সদস্যরা অনেকে উপস্থিত থাকলেও অনীহা প্রকাশ করছেন। বাধ্য হয়ে আমাকে সোয়া ১২টায় অধিবেশন মুলতবি করতে হচ্ছে।বুধবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন ও বিরোধী দলের প্রধান হুইপ বা হুইপরা আগেই স্পিকারের কাছে বক্তাদের তালিকা দেন। বক্তার সময়ও তারাই নির্ধারণ করে দেন। সে তালিকা অনুযায়ী স্পিকার বক্তব্য দেওয়ার আহ্বান জানান। তবে কারও সময় বাড়ানোর প্রয়োজন হলে সেটা স্পিকারই বাড়িয়ে দেন।এদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের আলী আশরাফ, আবু সাইদ আল মাহমুদ স্বপন, ইসরাফিল আলম ও স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী বাজেট আলোচনায় অংশ নেন।

অন্যদের নাম না পেয়ে ডেপুটি স্পিকার বলেন, আপনারা এখন নাম দিচ্ছেন না। কিন্তু পরবর্তীতে আপনারা সময় চাইলে আপনাদের চাহিদা মতো সময় দেওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না।গত ১ জুন শুরু হয় সংসদের একাদশ অধিবেশন। পরদিন অর্থমন্ত্রী নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করেন।গত সোম ও মঙ্গলবার ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা করে তা পাশ হয়।অধিবেশন শুরুর দিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেটের ওপর ৪৫ ঘণ্টা সাধারণ আলোচনার সিদ্ধান্ত হয়।

প্রস্তাবিত ২০১৬-১৭ বাজেটের ওপর সাধারণ আলোচনার প্রথম দিনেই বক্তার সংকট থাকায় আগেভাগে সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। সংসদ অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বাধ্য হয়েই দুপুর সোয়া ১২টায় সংসদ অধিবেশন মুলতবি করেন।

বুধবার সংসদ অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের শেষে অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করে ডেপুটি স্পিকার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু করেন। এতে চারজন সাংসদ আলোচনায় অংশ নেন। তাঁরা হলেন সরকারি দলের আলী আশরাফ, আবু সাইদ আল মাহমুদ স্বপন, ইসরাফিল আলম ও স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী।ইসরাফিল আলমের বক্তব্য শেষ হওয়ার পরপরই দুপুর সোয়া ১২টার দিকে ডেপুটি স্পিকার সবার দৃষ্টি আকর্ষণ বলেন, ‘বাজেট আলোচনার জন্য মোট ৪৫ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ ঘণ্টা বিরোধী দলের। বাকি সময়টা স্বতন্ত্র সংসদ সদস্যসহ সরকারি দলের। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিরোধী দলের একজন সদস্যেরও নাম দেওয়া হয়নি। সরকারি দলের সদস্যরা অনেকে উপস্থিত থাকলেও বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেছেন। বাধ্য হয়ে আমাকে সোয়া ১২টায় অধিবেশন মুলতবি করতে হচ্ছে।

ডেপুটি স্পিকার আরও বলেন, আপনারা এখন নাম দিচ্ছেন না। কিন্তু পরবর্তীতে আপনারা সময় চাইলে আপনাদের চাহিদামতো সময় দেওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না।২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। নিয়ম অনুযায়ী সরকারি ও বিরোধী দলের প্রধান হুইপ আগেই স্পিকারের কাছে বক্তাদের তালিকা দেন। বক্তার সময়ও হুইপরা নির্ধারণ করে দেন। সে তালিকা অনুযায়ী স্পিকার বক্তব্য দেওয়ার আহ্বান জানান। তবে কারও সময় বাড়ানোর প্রয়োজন হলে সেটা স্পিকারই বাড়িয়ে দেন।প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় আওয়ামী লীগ দলীয় জ্যেষ্ঠ সাংসদ আলী আশরাফ বলেন, ব্যাংকে ৬০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আছে। আদায়ের কোনো ব্যবস্থা নেই। হলমার্ক টাকা লুটপাট করল, বেসিক ব্যাংকের টাকা লুট হলো এসব তো জনগণের টাকা। তিনি আরও বলেন, জনগণের পক্ষে এগুলোর খোঁজখবর নেওয়ার দায়িত্ব সংসদের। এটা জানার অধিকার সংসদের আছে। দুর্নীতির কথা শোনা যাচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহির প্রয়োজন। তিনি সর্বত্র দক্ষতা ও নজরদারি বাড়িয়ে অডিট ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান।স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী বলেন, সেতুমন্ত্রীর এলাকার এত বড় বড় রাস্তা যে হেলিকপ্টার নামতে পারে। স্থানীয় সরকার মন্ত্রীর এলাকায় ব্যাপক উন্নয়ন কয়েছে। কিন্তু দেশের অন্যান্য এলাকায় উন্নয়ন নেই। এই উন্নয়ন বৈষম্য দূর করা দরকার। সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমও উন্নয়ন বৈষম্যের অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here