ক্ষমতা টিকিয়ে রাখতে উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছে সরকার: বিএনপি

0
223

চার্জ-শুনানি-পিছিয়েছে-ফখরুলসহ-২৩-জনের-500x320

গুপ্তহত্যা বন্ধে কার্যকরী উদ্যোগ না নিয়ে সরকার উল্টো দেশে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় আছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার আসলে অস্থিতিশীলতা সৃষ্টির মধ্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে।প্রকৃত ঘটনাকে আড়াল করে ও প্রকৃত দোষীদের খুঁজে বের না করে শুধুমাত্র বিরোধী দলের ওপর মিথ্যা দোষ চাপিয়ে সরকার উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছে। জাতীয় সংসদের পেশ করা ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটের আকারকে স্বাভাবিক বললেও তা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।বুধবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময়ের পরিক্রমায় বাংলাদশের অর্থনীতির আকার বড় হতে থাকার ফলে এই অঙ্কের বাজেট অস্বাভাবিক নয়। তবে প্রশ্ন ওঠে বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে। ঘোষিত বাজেটকে গতানুগতিক আখ্যা দিয়ে তিনি বলেন, ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ৩ লক্ষ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।বাজটের এই আকার বাংলাদশেরে অতীত বাজেটগুলোর ধারাবাহিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই বাজেটের মোট ব্যয় জিডিপির ১৭ শতাংশের মত। এর আগের বাজেটগুলো জিডিপির ১ থেকে ১৬ শতাংশের মধ্যে ছিলো। এদিক থেকে বলা যায় বাজেটটি এক অর্থে গতানুগতিক।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেছেন, তার ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।দলের ভারপ্রাপ্ত মহাসসচিব ফখরুল বলেন, আমরা পত্রিকায় দেখেছি, ১৮ দিনে প্রায় ৪৮ জন খুন হয়েছে। এতে এটা প্রমাণিত হয়, গুপ্তহত্যা বেড়েই চলেছে। সরকার শুধু এসব নিয়ন্ত্রণ করতে নয়, প্রকৃত ঘটনা উদঘাটন করতেও ব্যর্থ হচ্ছে।গত দুই বছর ধরে একের পর এক ব্লগার- লেখক হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার জন্য বিএনপি ও তাদের শরিক জামায়াতের দিকে অভিযোগের আঙুল তুলে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলে আসছে, দেশকে অস্থিতিশীল করার জন্যই এভাবে গুপ্তহত্যা।

অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করে ফখরুল বলেন, এখনো সরকারের মন্ত্রীরা যে কথাগুলো বলছেন, তাতে ওইসব ঘটনার প্রকৃত সত্যটা উদঘাটন করার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু বিরোধীদলকে দোষারোপ করে তারা কথা বলছেন।অর্থাৎ, আমরা যেটা আশঙ্কা করছি, এটার (গুপ্তহত্যা) সূত্র ধরে দেশে একটা বড় রকমের কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা সরকারই করছে।গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করারও দাবি জানান ফখরুল।তিনি অভিযোগ করেন, মানুষের জীবনের নিরাপত্তা বা কল্যাণ নিয়ে সরকারের মাথাব্যথা েেনই; তাদের একমাত্র লক্ষ্য ‘যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকা।

বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, ২০১৫ – ২০১৬ অর্থ বছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিলো। কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আহরণ সম্ভব না হওয়ায় ২০১৫ ২০১৬ অর্থ বছরের জন্য সংশোধিত বাজেটের পরিমাণ ২ লাখ ৬৪ হাজার ৫৬৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়।

অর্থাৎ ৩০ হাজার ৫৩৫ কোটি টাকা কমানো হয়। চূড়ান্ত হিসাবে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ২ লাখ ৫০ হাজার কোটি টাকায় নেমে আসলেও অবাক হবার কিছু থাকবে না।তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতার ওপর আস্থা রেখে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবার আশা পোষণ করেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু বাস্তবতা হলো এই- তাকে আশাভঙ্গের কষ্ট পোহাতে হয়ছে। তাই আমাদের শঙ্কা, ২০১৬-১৭ অর্থ বছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভব হবে না।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে সেক্ষেত্রে অর্থমন্ত্রী কী করবেন। পূর্ববর্তী অর্থবছরগুলোর মতন তাঁকে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রায় নিন্মমুখী সংশোধন করতে হবে। অর্থাৎ কাট-ছাঁট করতে হবে। তাহলে কোথায় তিনি কাটছাঁট করবেন? শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মত কল্যাণমুখী খাত থেকে অথবা মানবকল্যাণ এর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, এমন কোন খাত থেকে? প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব।দীর্ঘকাল ধরে বাজেটের অনুন্নয়ন ব্যয়ের প্রাধান্য দেশের জন্য মঙ্গলজনক নয় মন্তব্য করে ফখরুল বলেন, ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেটে অনুন্নয়ন বাজেট ২ লক্ষ ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ১ লক্ষ ১০ হাজার ৭০০ কোটি টাকা। দীর্ঘকাল ধরে বাজেটের অনুন্নয়ন ব্যয়প্রাধান্য দেশের জন্য মঙ্গলজনক নয়। বিএনপি মনে করে বাজেটে অনুন্নয়ন ব্যয়ের বৃত্তকে সঙ্কুচিত করতে হবে। এটি করা সম্ভব হলে অধিক হারে জনকল্যাণও নিশ্চিত হবে।

সরকারি বিনিয়োগের গুণগতমান নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সময়মত প্রকল্পগুলোর বাস্তবায়ন না হওয়া এবং প্রকল্প ব্যয় বৃদ্ধি প্রকল্পের গুণগত মানকে ভয়াবহভাবে অবনত করে। দৃষ্টান্ত স্বরূপ, ২০০৬ সালে সাড়ে ১১ হাজার কোটি টাকায় নির্ধারিত পদ্মা সেতুর ব্যয় এখন ২৮ হাজার কোটি টাকার উপরে ধরা হয়েছে।বাজেটে বিভিন্ন খাতে অপ্রতুল বরাদ্দের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাস্থ্য খাতে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে বাজটের ৪.৭% যা অগ্রাধিকার তালিকায় ১১তম এবং জিডিপির ১ শতাংশেরও কম। কৃষি খাত অবস্থান করছে ১৩তম স্থানে। কৃষকের বড় অবদান দেশকে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। শস্য খাত ছাড়াও কৃষির অন্যান্য সহখাতেও যথেষ্ট বিকাশ হয়েছে। কিন্তু কৃষক ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। সতরাং আমরা মনে করি স্বাস্থ্য ও কৃষি খাতে বাড়তি বরাদ্দ দেওয়া প্রয়োজন।

সরকারের পক্ষে বাজেট বাস্তবায়ন কোনো অবস্থাতেই সম্ভব নয় দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মনে করি একটি সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়, তেমন একটি সংসদের পক্ষেই সত্যিকারের জনকল্যাণমুখী বাজেট অনুমোদন করা সম্ভব। বর্তমান সংসদের সেরকম চরিত্র নেই।আমরা আশা করব দেশে সত্যিকার জনপ্রতনিধিত্বমূলক সংসদ গঠিত হবে। এর জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউছুফ, ইনাম আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here