তানোরে ধর্মীয় দোহায়ে অভিনব প্রতারণা

0
324

প্রতারণারাজশাহী তানোরে ধর্মীয় ভয়ভীতির দোহায়ে মোবাইল ফোনের মাধ্যমে অভিনব প্রতারণায় অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা সরনজাই ইউনিয়নের নবনবী গ্রামের আজমলের স্ত্রী কারিমা বিবির (৩৫) সাথে এ ঘটনা ঘটে।  তাদের একমাত্র মাদরাসা পড়–য়া অসুস্থ্য সন্তান মিজানের মৃত্যুর ভয় দেখিয়ে ইতিমধ্যেই খাদেম নামধারী অজ্ঞাত ব্যক্তি প্রায় ১৫ হাজার টাকা (০১৭০৫৮৭০৬৭৫) বিকাশ নম্বরে প্রতারণার মাধ্যমে ভাগিয়ে নিয়েছেন বলে জানা যায়। আবারও গত কয়েকদিন ধরে মঙ্গলবার সন্ধ্যা (এরির্পোট লিখা পর্যন্ত) সদ্য বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত বাংলালিংক (০১৯১৬৮২৫৬০১) নম্বর থেকে পুনরায় চল্লিশ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকী দিচ্ছে বলে জানান ভুক্তভুগী ওই নারী। ঘটনাটি নিয়ে ভুক্তভুগী ওই নারী তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে উপজেলার সরনজাই নবনবী গ্রামের মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র মিজান চলতি বছরের বিগত মাসের ২৫ তারিখে স্কুল থেকে বাড়ি আসার পথে বৃষ্টিতে ভিজলে সামান্য জ্বর সর্দিতে আক্রান্ত হয়। তবে দুইদিন পর ২৭ মে, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে (০১৭৭১৫৬৯১৩১) থেকে অসুস্থ্য মিজানের মায়ের মোবাইলে আল্লাহর খাদেম পরিচয়ে কল দেয়া হয়। এসময় জনৈক খাদেম বিভিন্ন ধর্মীয় ভয়ভীতি কথা বলে তাদের একমাত্র অসুস্থ্য ছেলে মিজানের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাচাতে চাইলে দুইটি পবিত্র কোরআন শরিফ, ২টি জায়নামাজ কেনার জন্য ২হাজার চল্লিশ টাকা ও ৪০ হাজার ওলী, আওলীয়া মাথার টুপি বাবদ ১২ হাজার ৫শত ৫১ টাকা বিকাশ করে পাঠানোর জন্য বলা হয়। না হলে তার অসুস্থ্য ছেলে মারা যাবে বলে জানান খাদেম পরিচয় দানকারী জৈনক ব্যক্তি।

পরদিনই কারিমা বিবি খাদেমের কথা মতো, মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে ও নিজের কানের দুল একদামে এক কথায় বিক্রি করে সর্বমোট ১৪হাজার ৫শত ৫১ টাকা বিকাশ করেন পাঠান খাদেমের নম্বরে। আবারও গত কয়েকদিন ধরে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত বাংলালিংক (০১৯১৬৮২৫৬০১) নম্বর থেকে পুনরায় চল্লিশ হাজার টাকা পাঠাতে বলার জন্য চাপ দেয়া হলে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও নিরুপায় হয়ে পাগলের মতো টাকা সংগ্রহের জন্য দারেদারে ছুটছেন ভুক্তভোগী ওই নারী বলে জানা যায়। এনিয়ে প্রতারণার শিকার কারিমা বিবি এ প্রতিবেদকে জানান, একমাত্র সন্তানের জীবনের আশায় মানুষের কাছ থেকে ধার করে খাদেম নামধারী অজ্ঞাত ব্যক্তিকে প্রায় ১৫ হাজার টাকা (০১৭০৫৮৭০৬৭৫) বিকাশ নম্বরে পাঠিয়েছেন। তার পরও গত কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে পুনরায় মোটা অংকের অর্থ দাবী করা হচ্ছে। তিনি গরিব মানুষ কিভাবে এত টাকা দিবেন তা চিন্তায় কল্পনা করতে পারছেনা বলেও জানান তিনি।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এবিষয়ে তিনি অবগত নন। লিখিত অভিযোগ তার হাতে আসামাত্র বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here